E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফাইনাল নিশ্চিত করলেন সেরেনা-ফেদেরার

২০১৪ আগস্ট ১৭ ১৮:৪০:১১
ফাইনাল নিশ্চিত করলেন সেরেনা-ফেদেরার

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ফাইনালে ওঠেছেন সেরেনা উইলিয়ামস সিনসিনাটি টেনিস মাস্টার্সের। শনিবার বিশ্ব র‌্যাঙ্কিংয়ের বর্তমান এক নাম্বার হারিয়েছেন ডেনিশ তারকা ক্যারোলিন ওজনিয়াকিকে। কোর্টের লড়াইয়ে অবশ্য শুরুতে ধাক্কা খেয়েছিলেন সেরেনা। প্রথম সেটে তাকে ৬-২ গেমে হারিয়ে ছিলেন ওজনিয়াকি। শেষ অবধি ছন্দ ধরে রাখতে পারেননি তিনি। তাই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফিরতে কোনো ভুল করেননি সেরেনা। এ জন্য ৬-২, ৬-২ গেমে ওজনিয়াকিকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছেন যুক্তরাষ্ট্রের তারকা।

শিরোপার লড়াইয়ে সেরেনা মুখোমুখি হবেন নবম বাছাই আনা ইভানোভিচের। ইভানোভিচ ৬-২, ৫-৭, ৭-৫ গেমে জিতেছেন রাশান সুন্দরী মারিয়া শারাপোভার বিপক্ষে। এদিকে পুরুষ বিভাগে ফাইনালে ওঠেছেন স্পেনের ডেভিড ফেরার। সেমিফাইনালে তিনি ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন জুলিয়েন বেনেটেউকে। জয় পেতে তিনি সময় নিয়েছেন ৭১ মিনিট। ফাইনালে তিনি খেলবেন সাবেক বিশ্বসেরা রজার ফেদরারের বিপক্ষে।

(ওএস/পি/অাগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test