E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্যারাগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

২০২৩ জানুয়ারি ২৮ ১৪:১২:৩৭
প্যারাগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : একদিনে আর্জেন্টিনা যখন হারছিলো, তখন ব্রাজিল অব্যাহত রেখেছে তাদের জয়রথ। আগের ম্যাচেই সুপার সিক্স নির্ধারণ করে ফেলেছিলো নেইমারদের উত্তরসূরীরা। শেষ ম্যাচটা ছিল তাদের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার মিশন। সে কাজেও তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি প্যারাগুয়ে।

লাতিন আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’ -এর শেষ ম্যাচে প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০ দলকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। সে সঙ্গে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার সিক্সে পৌঁছালো সেলেসাওরা।

সুপার সিক্সে প্রতিটি দলকে খেলতে হবে ৫টি করে ম্যাচ। এখনও পর্যন্ত তিনটি প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে তাদের। ৬ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে প্যারাগুয়ের।

৯ ফেব্রুয়ারি খেলতে নামবে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে এবং ১২ ফেব্রুয়ারি সুপার সিক্সের শেষ ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ের। তার আগে ৩১ জানুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি আরও দুটি ম্যাচ খেলবে তারা।

আগের ম্যাচে স্বাগতিক কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো ব্রাজিল। প্রথম ম্যাচে পেরুকে হারিয়ে শুভ সূচনা করে নেইমারের উত্তরসূরিরা। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় ৩-১ গোলের ব্যবধানে। তৃতীয় ম্যাচ ড্র এবং চতুর্থ ম্যাচ জিতলো তারা ২-১ গোলের ব্যবধানে।

ফলে ৫ দলের মধ্যে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠলো ব্রাজিল। অবশ্য প্রথম গোল হজম করে ব্রাজিলিয়ানরাই। ম্যাচের ২২তম মিনিটেই কেভিন পেরেইরা গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে।

লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৩০তম মিনিটেই গোল আদায় করে নেয় ব্রাজিল। এ সময় গোল করেন স্তেনিও। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের ব্যবধানে।

দ্বিতীয়ার্ধ শুরুর ১০ মিনিট পর আবারও গোল। এবার গোল করেন ব্রাজিলের রোনাল্ড কার্দোসো ফল্কোস্কি। এই গোলেই সেলেসাওদের জয় নিশ্চিত হয়ে যায়। ম্যাচে অবশ্য আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিলই। ৫৭ ভাগ বলের দখল ছিল ব্রাজিলের কাছেই। প্যারাগুয়ে খেলেছে মাত্র ৪৩ ভাগ।

(ওএস/এএস/জানুয়ারি ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test