E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন দ্রুততম মানব-মানবী

২০২৩ ফেব্রুয়ারি ০৬ ১৭:৪১:১৯
এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন দ্রুততম মানব-মানবী

স্পোর্টস ডেস্ক : আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি কাজাখস্তানের আসতানায় অনুষ্ঠিতব্য নবম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ও দ্রুততম মানবী শিরিন আক্তার।

মঙ্গলবার সকালে ঢাকা থেকে আসতানা রওয়ানা দেবেন দ্রুততম মানবী শিরিন আক্তার। লন্ডন থেকে কাজাখস্তান পৌঁছবেন ইমরানুর রহমান।

দেশের দ্রুততম মানবী এই প্রথম ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। দুজনই অংশ নেবেন ৬০ মিটার স্প্রিন্টে। দুজনের ইভেন্ট ১০ ফেব্রুয়ারি।

দ্রুততম মানবী প্রথম এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে খেলবেন বলে নিজের উদ্যোগে তার বিশ্ববিদ্যালয়ে (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) কোচ আবদুল্লাহ হেল কাফির কাছে দুই সপ্তাহ অনুশীলন করেছেন।

‘প্রথমবারের মতো আমি ইনডোর চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছি। আমার লক্ষ্য থাকবে টাইমিং যতটা ভালো করা যায়’-বলছিলেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার।

দুই অ্যাথলেটের সঙ্গে কর্মকর্তা হিসেবে যাচ্ছেন দুজন। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু যাচ্ছেন টিম লিডার হয়ে এবং অফিসিয়াল হিসেবে যাচ্ছেন ফেডারেশনের ট্রেজারার জামাল হোসেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test