E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইমরুলের সেঞ্চুরি, রিয়াদ-অংকন ঝড়ে মোহামেডানের রানপাহাড়

২০২৩ এপ্রিল ০৮ ১৫:১৭:২৩
ইমরুলের সেঞ্চুরি, রিয়াদ-অংকন ঝড়ে মোহামেডানের রানপাহাড়

স্পোর্টস ডেস্ক : তিনি নেমেছেন ৬ নম্বরে। তখন দলের ইনিংসের বল বাকি মোটে ৩৮টি। এ অল্প সময়ে তার কিইবা করার ছিল? তাকে তেমন কিছু করতেও হয়নি। তারপরও মোহামেডান সমর্থকদের মোটেই হতাশ করেননি সাকিব আল হাসান।

৪ দিন চৈত্র্যের গরমে শেরে বাংলায় আইরিশদের সাথে টেস্ট খেলার পর রাতটুকু পার করে পরদিন ভোরেই মাঠে নামতে হলে। তবে সাকিবের মধ্যে যেন আড়ষ্ট ভাব নেই। বিকেএসপি গিয়ে ইনিংসের একদম শেষ দিকে নেমে ১৬ বলে ২ বাউন্ডারি ও এক ছক্কায় ২৬ রানের ক্যামিও ইনিংস উপহার দিয়েছেন ‘চ্যাম্পিয়ন’ অলরাউন্ডার।

আসল কাজটা করলেন তিনজন-অধিনায়ক ইমরুল কায়েস, অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আর তরুন উইকেটকিপার মাহিদুল ইসলাম অংকন।

আজ শনিবার বিকেএসপি ৩ নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে ওই তিনজনের চওড়া ব্যাটে চড়ে ৫০ ওভার শেষে রান পাহাড় (৬ উইকেটে ৩৪৮) মোহামেডানের।

এর মধ্যে অধিনায়ক ইমরুল কায়েস দারুণ এক শতক উপহার দিয়ে দলকে বড়সড় স্কোরের পথ খুঁজে দেন। এ বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে আসে ১২১ বলে ১০ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১১৪ রানের ইনিংস।

রিয়াদ খেলেন ৫৯ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস। যার ৫২ রান (৪ ছক্কা ও ৭ বাউন্ডারি) আসে শুধু চার ও ছক্কায়। শেষ দিকে হাত খুলে খেলে ৫২ বলে ৪ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৬৫ রানের আরেক উত্তাল ইনিংস উপহার দেন উইকেটকিপার অংকনও।

এর আগে ওপেনার রনি তালুকদার (১১), ওয়ান ডাউন সৌম্য সরকার (১৩) এবং চার নম্বরে নামা মেহেদি হাসান মিরাজ (৬) ব্যর্থতার মিছিল করলে শুরুতে বিপদে ছিল মোহামেডান।

১৪ ওভারে ৭৫ রানে সাজঘরে ফেরেন ওই তিন টপ অর্ডার। পরে অধিনায়ক ইমরুল আর অভিজ্ঞ রিয়াদ চতুর্থ উইকেটে ১২১ রানের বড় জুটি গড়ে বিপর্যয় কাটিয়ে দলকে বড় স্কোরের পথে এগিয়ে দেন।

এরপর ইমরুল কায়েস আর অংকন ৭৯ রানের আরও একটি গুরুত্বপূর্ণ জুটিতে মোহামেডানকে ৩০০‘র দোরগোড়ায় পৌঁছে দেন। সেখান থেকে সাকিব, আরিফুল আর লিনটট শেষ দিকে হাত খুলে দলকে রানপাহাড়ে চড়ান।

বলার অপেক্ষা রাখে না, শুরুতে বিপর্যয়ে পড়া মোহামেডানের এবারের লিগে এটাই সর্বোচ্চ স্কোর এবং প্রথমবার ৩০০‘তে পা রাখা। পারফরমেন্স যাই হোক, আসলে সাকিবের শারীরিক উপস্থিতিতাই অনেক কিছু। তার প্রমাণ মিললো আরেকবার।

এর আগে ৫ খেলার ৪টিতেই হেরে মোহামেডান যখন দিগ্বিদিক শূন্য, ঠিক তখন ৬ নম্বর খেলায় শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে সাকিব নামতেই বদলে গিয়েছিল সাদাকালো শিবিরের মানসিকতা। চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২০ রানে হারিয়ে লিগে প্রথম জয়ের পথ খুঁজে পায় মোহামেডান। পরের খেলায় সাকিব-মিরাজ ছাড়া জয়। আর আজ (শনিবার) বিকেএসপিতে ৩৪৮ রানের হিমালয় সমান স্কোর গড়লো মোহামেডান।

মোহামেডান: ৫০ ওভারে ৩৪৮/৭ (ইমরুল কায়েস ১১৪, রনি তালুকদার ১১, সৌম্য সরকার ১৩, মিরাজ ৬, রিয়াদ ৭১, অংকন ৬৫, সাকিব ২৬, আরিফুল অপরাজিত ১৪, লিনটট অপরাজিত ৮, অতিরিক্ত ২০; আসিফ হাসান ২/৩৪, রাফসান মাহমুদ ৩/৬৮)।

(ওএস/এসপি/এপ্রিল ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test