E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাসার সামনে ১০ ঘণ্টা অপেক্ষা করে মেসির দেখা পেলেন ভক্ত

২০২৩ এপ্রিল ১১ ১৫:৪৬:৫৪
বাসার সামনে ১০ ঘণ্টা অপেক্ষা করে মেসির দেখা পেলেন ভক্ত

স্পোর্টস ডেস্ক : প্রিয় তারকাকে একনজর দেখার জন্য কতরকম কষ্টই না করেন ভক্তরা। তারপরও থাকতে হয় কপাল। সৌভাগ্যবান না হলে কষ্টও যায় বিফলে। তবে বিফলে যায়নি হুয়ান পোলকানের ধৈর্যের পরীক্ষা। বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে দেখা করতে ১০ ঘণ্টা তার বাড়ির দরজায় বসে ছিলেন এই পাগল ভক্ত।

অবশেষে মেসির সঙ্গে তার দেখা হয়েছে। শুধু দেখাই করেননি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের বাসায় ঢুকেছেন এবং তার দেওয়া অটোগ্রাফ শরীরে ট্যাটুও করিয়েছেন পোলকান।

যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম ‘ইনফোবে’ জানিয়েছে এই খবর। পোলকান নিজেও এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। মেসির অটোগ্রাফ দেওয়ার ভিডিও ও ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। টিকটকে প্রকাশ করেছেন ভিডিও।

আর্জেন্টাইন এই ফুটসাল খেলোয়াড় প্যারিসে গিয়ে মেসির বাড়ির দরজার সামনে ১০ ঘণ্টা বসেছিলেন। ভেবেছিলেন, অলৌকিক কিছু ঘটে গেলে মেসির সঙ্গে তার দেখাও হতে পারে! কিন্তু এভাবে যে স্বপ্নপূরণ হবে, সেটা ভাবতে পারেননি পোলকান। একবার তো ভেবেছিলেন, আর বুঝি দেখা হবে না।

পোলকান বলেন, ‘একপর্যায়ে মনে হয়েছিল কোনো সুযোগ নেই। কারণ সে (মেসি) পাত্তা দিচ্ছিল না। নিরাপত্তাপ্রহরী এসে বলেছে সে পুলিশে জানাবে। কিন্তু আমি হাল ছাড়িনি। কারণ মেসির সঙ্গে দেখা করতে প্যারিসে দুইদিন থাকার পরিকল্পনা ছিল।’

পোলকানের সীমাহীন ধৈর্য দেখে শেষ পর্যন্ত লিওনেল মেসির মন গলেছে। পোলকান বলেন, ‘হঠাৎ আন্তোনেল্লা (মেসির স্ত্রী) এসে দরজা দেখিয়ে আমাকে আসতে বললো। দৃশ্যটা কখনো ভুলব না। সে আমার জন্য বাসার দরজা খুলেছে! অন্য কোথাও দেখা করতে পারতো, কিন্তু তা না করে নিজের বাসায় ডেকেছে।’

তারপরের মুহূর্তটা পোলকানের জন্য স্বপ্নময়। তিনি বর্ণনা করেন এভাবে, ‘বাসায় ঢোকার পর প্রথমে চোখে পড়েছে যে দৃশ্যটি-মেসি শর্টস ও স্যান্ডাল পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে হ্যালোও বলেছে। অবিশ্বাস্য মুহূর্ত। তাকে বলেছি কতটা ভালোবাসি। একসঙ্গে ছবি তুলেছি। আমার ফুটসাল ক্লাবের জার্সিতে তিনি অটোগ্রাফও দিয়েছেন। আমাকে বুকে টেনে নিয়েছেন এবং হাতের বাহুতে অটোগ্রাফও দিয়েছেন। তখন আমার হাত কাঁপছিল, এমন আগে কখনো অনুভব হয়নি। অটোগ্রাফটি হাতে ঠিকমতো দিতে মেসিই আমাকে শান্ত করেন।’

মেসির বাসা থেকে বেরিয়ে অটোগ্রাফটি ট্যাটু করার সিদ্ধান্ত নেন পোলকান। পথে একজন ট্যাটুশিল্পীকে পেয়েও যান। রাস্তার মধ্যে দাঁড়িয়ে ট্যাটু করে নেন পোলকান।

মেসির সঙ্গে দেখা করা নিয়ে নিজের ইনস্টগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন পোলকান। ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হলো। আজ আমার সারা জীবনের স্বপ্নপূরণ হলো। ইতিহাসের সেরা হয়েও যে আন্তরিকতা ও সরলতার সঙ্গে আপনি আমাকে বরণ করে নিয়েছেন, সেটা শুধু অসাধারণ মানুষের কথাই বলে। আন্তোনেল্লাও আমাকে বাসায় নিয়ে এসে স্বপ্নপূরণের সুযোগ করে দিয়েছেন। এই কথাগুলো আমি লিখছি যখন চোখ ভিজে যাচ্ছে আবেগে। শরীর কাঁপছে। হে খুদে জাদুকর, আমি তোমাকে ভালোবাসি। অবিস্মরণীয় মুহূর্তের জন্য ধন্যবাদ।’

(ওএস/এসপি/এপ্রিল ১১, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test