E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

দীর্ঘ বিরতির পর পাওয়া সেঞ্চুরিটি উৎসর্গ করলেন প্রিয়তমাকে

২০১৪ নভেম্বর ০৪ ১৯:২৬:২৪
দীর্ঘ বিরতির পর পাওয়া সেঞ্চুরিটি উৎসর্গ করলেন প্রিয়তমাকে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান তিন বছর পর টেস্ট ক্যারিয়ারে সেঞ্চুরি পেলেন। বিয়ের পর এটি সাকিবের প্রথম সেঞ্চুরি। সে কারণেই হয়তো সেঞ্চুরি করার পর এই কীর্তিটি প্রিয়তম স্ত্রীকে উৎসর্গ করলেন তিনি!

মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিনে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করার পর সাকিবের উদযাপনটি ছিলো একেবারেই ভিন্নতর। সেঞ্চুরির পর গ্যালারির দিকে তাকিয়ে ব্যাট না তুলে দুই হাতের আঙুল দিয়ে তৈরি করলেন হৃদয়, আর তা গ্যালারির দিকে দেখিয়ে শতকটি উৎসর্গ করলেন তার প্রিয়তমা স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে।

এর আগে সর্বশেষ ২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাকিব। খেলেছিলেন ক্যারিয়ারসেরা ১৪৪ রানের ইনিংস। আর তিন বছর পর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মঙ্গলবার ১৮ চার ও ২ ছক্কায় ১৮০ বল মোকাবেলায় করেন ১৩৭ রান।

(ওএস/পি/অক্টোবর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test