E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

 

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন

২০১৪ নভেম্বর ০৫ ১৮:৫৯:৩২
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন
 
 

স্পোর্টস ডেস্ক, ঢাকা : গত জুনে বাংলাদেশ সফরে স্টুয়ার্ট বিনির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে ৪.৪ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি। এর মধ্য দিয়ে একটি রেকর্ডও গড়েন ভারতীয় এই অলরাউন্ডার। ওয়ানডেতে কোনো ভারতীয় বোলারের করা সেরা বোলিং গড় এটি। এরপর দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই করেছেন বিনি। ছিলেন না শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের প্রাথমিক স্কোয়াডে।

কিন্তু ভাগ্যে থাকলে যা হয়। সিরিজের প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়েছেন বরুণ অ্যারন। তাই ভারতের স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে। কপাল খুলেছে বিনির। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পরবর্তী দুই ম্যাচের জন্য বরুণের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বিনি। ভারতীয় ক্রিকেট বোডের্র (বিসিসিআই) পক্ষ থেকে মঙ্গলবার এমন তথ্যই কথা জানানো হয়। কটকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বল করতে গিয়ে ডান পায়ের পেশিতে চোট পান বরুণ। তাই ৪.১ ওভারের বেশি বল করতে পারেননি তিনি।

যদিও চোটের মাত্রা খুব একটা বেশি না। তারপরও আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে বরুণকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বোর্ড। তাই ভারতীয় এই বোলারকে আপাতত বিশ্রামে রাখা হয়েছে। আর দলে অন্তর্ভূক্ত করা হয়েছে তরুণ অলরাউন্ডার স্টুয়ার্ট বিনিকে। বিশ্বকাপে নিজের জায়গা পাকা করে নিতে সিরিজের বাকি ম্যাচগুলোতে নিজেকে প্রমাণ করতে চাইবেন বিনি।

(ওএস/পি/অক্টোবর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test