E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত

২০২৩ ডিসেম্বর ১২ ০০:৪২:১০
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরিবর্তিত সূচি আজ সোমবার প্রকাশ করেছে আইসিসি। সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি থেকে শুরু হবে যুবাদের এই বিশ্বকাপ। বাংলাদেশ মাঠে নামবে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে।

ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে প্রথম ম্যাচেই বাংলাদেশের সামনে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে এই ভারতকে হারিয়েই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল যুবারা।

এবার অবশ্য ১৬ দলের আসরটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে আইসিসি, এরপরই সে দেশ থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নেওয়া হয় টুর্নামেন্টটি।

আগামী ১৯ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। দিনের অপর ম্যাচে যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে আয়ারল্যান্ড। টুর্নামেন্টের ফাইনাল ১১ ফেব্রুয়ারি। সবমিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে ভারত ছাড়াও তাদের সঙ্গে আছে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও নিউজিল্যান্ডকে রাখা হয়েছে ‘ডি’ গ্রুপে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে দল উঠবে পরের পর্ব সুপার সিক্স-এ। সেখানে ছয়টি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপিং
গ্রুপ ‘এ’: ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড
গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া
গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল

গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি
১৯ জানুয়ারি: বাংলাদেশ-ভারত, ব্লুমফন্টেইন
২২ জানুয়ারি: বাংলাদেশ-আয়ারল্যান্ড, ব্লুমফন্টেইন
২৬ জানুয়ারি: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, ব্লুমফন্টেইন

(ওএস/এএস/ডিসেম্বর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test