E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আগামীকাল শুরু হচ্ছে বিসিএলের তৃতীয় রাউন্ড

২০১৪ মে ০২ ১৯:২৬:০৭
আগামীকাল শুরু হচ্ছে বিসিএলের তৃতীয় রাউন্ড

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিসিএল)’র দ্বিতীয় আসরের তৃতীয় রাউন্ড অনেকদিন বিরতি দিয়ে শনিবার মাঠে গড়াচ্ছে। তৃতীয় রাউন্ডে ৪টি দলই মাঠে নামছে। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো। কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করে হত্যা করায় উত্তাল অবস্থা বিরাজ করছে সেখানে। রবিবার সকাল-সন্ধ্যা হরতালও ডাকা হয়েছে।

সে কারণে বিসিবির নিরাপত্তা কমিটি খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে। এ কারণে বিকেএসপিতে বিসিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কমিটি। বিকেএসপির উইকেট তৈরি না থাকায় একদিন পিছিয়ে শনিবার থেকে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি। এ বিষয়ে বিকেএসপির হেড কিউরেটর নুরুজ্জামান খান নয়ন দ্য রিপোর্টকে বলেছেন, ‘বিকেএসপির উইকেট একদিনের ম্যাচের জন্যে প্রস্তুত আছে। কিন্তু ৪ দিনের ম্যাচ চালানোর জন্যে একদিনের সময় প্রয়োজন হবে। এখন উইকেট বেশ ফাঁক হয়ে আছে। যেটা ৪ দিনের ম্যাচের তৃতীয় দিনে আরও বেড়ে যাবে।’

বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে ৪টি দলের ম্যাচ। ৩ নম্বর মাঠে প্রথম আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল খেলবে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে। ৪ নম্বর মাঠে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।

বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছিল ওয়ালটন মধ্যাঞ্চল। দ্বিতীয় আসরেও শিরোপার জন্যে লড়বে দলটি। এমনটি জানিয়েছেন মধ্যাঞ্চলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।

(ওএস/পি/মে ০২,২০১৪)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test