E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বলে-ব্যাটে সাকিব-মুশফিক

২০১৪ ডিসেম্বর ০১ ২০:৪৫:৩৭
বলে-ব্যাটে সাকিব-মুশফিক

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ ব্যাট-বলে দাপট দেখিয়ে টেস্টের পর ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে। টেস্টে ৩-০ এর পর ওয়ানডেতে ৫-০। সব মিলিয়ে ৮-০! বাংলাদেশ সফরে এসে একটি ম্যাচেও জয় পায়নি সফরকারীরা। জয় বললে ভুল হবে। একটি ম্যাচেও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি জিম্বাবুয়ের ক্রিকেটারা।

দলগত পারফরমেন্সের প্রভাব পড়েছে ব্যক্তিগত পারফরমেন্সেও। ব্যাটিং ও বোলিংয়ে শীর্ষে বাংলাদেশের ক্রিকেটাররাই।

বোলিংয়ে ওয়ানডে শীর্ষে রয়েছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার। তিন ম্যাচের টেস্টে ১৮ উইকেট নেওয়া সাকিব ওয়ানডেতে ১১ উইকেট নিয়েছেন। ৪২ ওভার বল করে ১২.৩৬ গড়ে ১৩৬ রান খরচ করেন মাগুড়ার এই তারকা।

সাকিবের পরই আছেন তিন ম্যাচ খেলা আরাফাত সানী। পরপর দুই ম্যাচে ৮ উইকেট নেওয়া সানী সিরিজে মোট ১০ উইকেট নেন। ৭.৮০ গড়ে এই উইকেট নিয়েছেন সানী। এরপর রয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ৯ উইকেট নিয়েছেন নড়াইল এক্সপ্রেস। ১৬.৪৪ গড়ে ৯ উইকেট নেন মাশরাফি। জিম্বাবুয়ের পক্ষে নয়টি করে উইকেট নেন টিনাশে পানিয়াঙ্গারা ও টাফাজওয়া কামুনগোজি।
বোলিংয়ের পর ব্যাটিংয়েও বাংলাদেশিদের দাপট। ব্যাটিংয়ে সবার উপরে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ৫ ম্যাচে ৪২.৬০ গড়ে ২১৩ রান করেছেন মুশফিক। শতক না থাকালেও দুটি অর্ধশতকের ইনিংস রয়েছে তার। সর্বোচ্চ রান ৭৭।

মুশফিকের পরই রয়েছেন এনামুল হক বিজয়। ৫ ম্যাচে ৪০ গড়ে ২টি অর্ধশতকসহ ২০০ রান করেছেন ডানহাতি এই ওপেনার। সর্বোচ্চ রান ৯৫।

তৃতীয় স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১৭৯ রান করেছেন রিয়াদ। ৮৯.৫০ গড়ে ২টি অর্ধশতকসহ মাহমুদুল্লাহ রিয়াদ এ রান করেন। সর্বোচ্চ ৮২। রিয়াদের পর রয়েছেন ব্রেন্ডন টেলর। ১৬২ রান করেছেন তিনি।

১৪৭ রান নিয়ে পাঁচে রয়েছেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার ২৯.৪০ গড়ে এ রান করেছেন।

ছয়ে রয়েছেন বল হাতে সফল সাকিব আল হাসান। সিরিজের প্রথম ম্যাচে শতকের দেখা পাওয়া সাকিব পরের চারটি ম্যাচে নিজেকে হারিয়ে খুঁজেছেন। ৫ ম্যাচে ১৪২ রান করেছেন বাহাতি সাকিব ২৮.৪০ গড়ে এ রান করেছেন সাকিব। সর্বোচ্চ রান ১০১।

(ওএস/পি/ডিসেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test