E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শুরু হচ্ছে বাস্কেটবল রেফারীজ ক্লিনিক

২০১৪ ডিসেম্বর ০২ ১৯:৪৯:৫৩
শুরু হচ্ছে বাস্কেটবল রেফারীজ ক্লিনিক

স্পোর্টস ডেস্ক, ঢাকা : শুরু হচ্ছে “ফিবা এশিয়া রেফারীজ ক্লিনিক-২০১৪” বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ৩ ডিসেম্বর থেকে। ধানমন্ডি উডেন ফ্লোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে ক্লিনিকটি শুরু হবে।

আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (ফিবা) স্পোর্টস ডাইরেক্টর লুবমির কটলেবা ক্লিনিকটি পরিচালনা করবেন । উক্ত ক্লিনিককে ভুটান থেকে আগত ০৪ জনসহ বিভিন্ন জেলা,বাহিনী এবং ক্লাবের মোট ১৩ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করবে ।

বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশন এর সেক্রেটারী জেনারেল লে:কমান্ডার এ কে সরকার (অব:) উপস্থিত থেকে ক্লিনিকটির শুভ উদ্বোধন করবেন।

(ওএস/পি/ডিসেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test