E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাঙ্গাকারা

২০১৪ ডিসেম্বর ০৪ ১৫:৫৯:২৩
১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : কুমার সাঙ্গাকারা চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ৬৩ রান করেন তিনি। ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ১৩ রান প্রয়োজন ছিল বাঁহাতি সাঙ্গাকারার। বুধবার হাম্বানটোটায় ৬২ বলে ৬৩ রান করেন শ্রীলঙ্কার এই প্রাক্তন অধিনায়ক।

সাঙ্গাকারার আগে রয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার (১৮৪২৬), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩৭০৪) ও শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া (১৩৪৩০)। ৪০.১৫ গড়ে ৩৮৬ ম্যাচে ১৩০৫০ রান করেছেন সাঙ্গাকারা। এদিকে ওয়ানডেতে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়ছেন কুমার সাঙ্গাকারা। পেছনে ফেলেছেন অ্যাডাম গিলক্রিস্টকে। ৩৮৬ ম্যাচে সাঙ্গাকারার ডিসমিসাল ৪৭৪টি। ৩৮২ ক্যাচের সঙ্গে ৯২ স্টাম্পিং করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দুইয়ে নেমে যাওয়া গিলক্রিস্ট ২৮৭ ম্যাচে ৪১৭ ক্যাচের সঙ্গে ৫৫ স্ট্যাম্পিং করেন।

এদিকে বুধবারের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ৮ উইকেটে ২৪২ রান করে। জবাবে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে ইংল্যান্ড। এ জয়ে ফলে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

(ওএস/পি/ডিসেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test