E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দোষ স্বীকার করে নিলেন সাকিব ও গাজী

২০১৪ ডিসেম্বর ০৪ ১৬:০৫:৫৪
দোষ স্বীকার করে নিলেন সাকিব ও গাজী

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে সাকিব আল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিবের পাশাপাশি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বোলার সোহাগ গাজীকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা দুজনেই দোষ স্বীকার করে জরিমানার বিষয়টি মেনে নিয়েছেন। আর সে কারণে এ বিষয়ে কোনো শুনানির প্রয়োজন হবে না। ওয়ালটন রেফ্রিজারেটর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বুধবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচের দ্বিতীয় ওভারে রূপগঞ্জের অধিনায়ক সাকিব বল করতে আসেন। তার একটি বল প্রাইম ব্যাংকের জিম্বাবুইয়ান ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরের পায়ে লাগলে সাকিব ও অন্যরা সমস্বরে এলবিডব্লিউর আবেদন করেন।

কিন্তু আম্পায়ার মিজানুর রহমান তাদের আবেদনে সাড়া দেননি। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সাকিব এবং আম্পায়ারের সঙ্গে তর্কে লিপ্ত হন। মিজানুর রহমান বিষয়টি ম্যাচ রেফারি ওবায়দুল হককে জানান। তিনি সাকিববে ১০ হাজার টাকা জরিমানা করেন ও বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার রাতে সাকিবের জরিমানার বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি দিয়েছে। এদিকে শেখ জামালের বোলার সোহাগ গাজী অসদাচরণের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আচরণবিধি ভঙ্গ করায় এক ম্যাচ নিষিদ্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সোহাগকে।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে ম্যাচে নাঈম ইসলামের করা ৩৭তম ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হয়ে যান সোহাগ। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন সোহাগ। পরে মাঠ ছাড়ার সময় সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকেন এই অফস্পিনার। গাজী পরে দোষ স্বীকার এবং ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুলের দেয়া শাস্তি মেনে নেন।

(ওএস/পি/ডিসেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test