E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সাতক্ষীরায় কিউট হ্যান্ডবল লীগের উদ্বোধন

২০১৪ ডিসেম্বর ০৪ ১৬:০৯:৫২
সাতক্ষীরায় কিউট হ্যান্ডবল লীগের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সাতক্ষীরা স্টেডিয়ামে কিউট হ্যান্ডবল লীগের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগীতায় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কোহিনুর। মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্টপোষকতায় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বদরুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক আহম্মাদ আলী সরদার, কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহীন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জর্জ, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ নাসেরুল হক, প্রশিক্ষক মোফাচ্ছেরুল ইসলাম তপু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মেহেদী হাসান, ইদ্রীস বাবু, রুহুল আমিন, শেখ মারুফুল হক, আলতাফ হোসেন প্রমুখ।

(ওএস/পি/ডিসেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test