E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ইয়ং টাইগার্স অনুর্ধ-১৪ ক্রিকেট, উদ্বোধনীতে ময়মনসিংহ জয়ী

২০১৪ ডিসেম্বর ২০ ১৬:৩২:৩৪
ইয়ং টাইগার্স অনুর্ধ-১৪ ক্রিকেট, উদ্বোধনীতে ময়মনসিংহ জয়ী

শেরপুর প্রতিনিধি : শেরপুরে বিসিবি’র ইয়ং টাইগার্স অনুর্ধ-১৪ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগীতার ঢাকা বিভাগীয় নর্থ ভেন্যুর খেলা ২০ ডিসেম্বর শনিবার শুরু হয়েছে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় ময়মনসিংহ জেলা দল ১৭ রানে জামালপুর জেলা দলকে পরাজিত করেছে। নির্ধারিত ৫০ ওভারের খেলায় লো-স্কোরিং ম্যাচে সকালে টস জিতে ময়মনসিংহ জেলা দল ব্যাট করতে নেমে ২৯ ওভারে  ৮৫ রানে অলআউট হয়। জবাবে জামালপুর জেলা দল ৩৪ দশমিক ৩ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হলে ১৭ রানের জয় পায় ময়মনিসংহ জেলা। ময়মনসিংহের অলরাউন্ডার রাফিদ জাহান ব্যাট হাতে অপরাজিত ২০ রান এবং ৯ ওভার বোলিং করে ৭ রানে ৩ উইকেট লাভ করে।
   

সকালে শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন। এ সময় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মুকদেুর রহমান হিমু, ক্রিকেট সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সম্পাদক মানিক দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেরপুর ভেন্যুতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ এ ৫টি জেলা দল অংশগ্রহণ করছে।

সংক্ষিপ্ত স্কোর : ময়মনসিংহ জেলা-৮৫/১০, ২৯ ওভার (রাফিদ জাহান ২০*, সাকিব হাসান ১৪, অতি: ৪২, ইব্রাহীম ৫/৩৬, মেহেদী ৪/১২)। জামালপুর জেলা-৬৮/১০, ৩৪.৩ ওভার (শাহিদ আলী ১০, ইয়াসির আরাফাত ১০, অতি: ১৩, রাফিদ জাহান ৩/৭, আহনাফ কবির ২/৯)। ময়মনসিংহ জেলা ১৭ রানে জয়ী।

(এইচবি/এএস/ডিসেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test