E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

রুবেলের বিকল্প প্রস্তুত রেখেছে বিসিবি

২০১৫ জানুয়ারি ০৮ ১৬:১৮:১৭
রুবেলের বিকল্প প্রস্তুত রেখেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির করা নারী নির্যাতন মামলায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন এখন কারাগারে। তাই তার বিশ্বকাপে খেলা এখন অনিশ্চিত। বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রুবেল। এক ঘণ্টার বেশি শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আগামী ১২ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু হচ্ছে। আর ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ ক্রিকেট দল। কারাগারে থাকায় রুবেল ক্যাম্পে যোগ দিতে পারবেন কিনা, তা এখন নিশ্চিত নয়। মামলায় জড়িয়ে পড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আশঙ্কা করছিলো, রুবেল বিশ্বকাপে খেলতে পারবে কিনা। সে আশঙ্কা থেকেই বিসিবি আগেই রুবেলের বিকল্প খেলোয়ার ঠিক করে রেখেছে। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে শফিউল ইসলামকে। রুবেল খেলতে না পারলে, তার পরিবর্তে খেলবেন শফিউল ইসলাম।

রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর, তার আইনজীবীরা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। এর আগে গত ১৫ ডিসেম্বর জাতীয় দলের এই পেসার উচ্চ আদালত থেকে এ মামলায় চার সপ্তাহের আগাম জামিন পান। রুবেলকে বিশ্বকাপের স্কোয়াড ও জাতীয় দল থেকে বাদ দেওয়ার আরজি জানিয়ে গত সোমবার হাইকোর্টে রিট করেন হ্যাপি। মঙ্গলবার তার রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। বৃহস্পতিবার জামিন আবেদন করতে নিম্ন আদালতে গেলে, তার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে রুবেল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় গত ১৩ ডিসেম্বর মামলা করেন নাজনীন আক্তার হ্যাপি।

(ওএস/পি/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test