E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আবার হোঁচট খেল রিয়াল

২০১৫ জানুয়ারি ০৮ ১৬:৩৭:৫৭
আবার হোঁচট খেল রিয়াল

স্পোর্টস ডেস্ক, ঢাকা : প্রথমে প্রীতি ম্যাচে এসি মিলানের কাছে। এরপর স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে। আর সবশেষ বুধবার স্প্যানিশ কোপা ডেল রের ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। এই ছিল গেল তিন ম্যাচে রিয়াল মাদ্রিদের হারের পরিসংখ্যান। টানা ২২ ম্যাচ জয়ের পর হার যেন পেয়ে বসেছে রিয়ালকে। বুধবার কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। ময়দানি লড়াইয়েও তারা ছিল ফেভারিট। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। দুবার জালের নাগাল পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কোপা ডেল রের চ্যাম্পিয়নদের।

অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদে ফার্নান্দো তোরেসের দ্বিতীয় মেয়াদের অভিষেকটা জয় দিয়েই হয়েছে। নিজে গোল না পেলেও তার অভিষেকের দিনে শক্তিশালী রিয়ালের বিপক্ষে জয় পাওয়াটা নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের। অবশ্য আক্রমণ-পাল্টা আক্রমণ, বলের দখল, শট, গোলে শট, কর্নার সবদিক দিয়েই এগিয়ে ছিল রিয়াল। পিছিয়ে ছিল কেবল গোলের দিক দিয়ে। অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে রাউল গ্রাসিয়াকে ডি বক্সের মধ্যে ফেলে দেন সার্জিও রামোস। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে ভুল করেননি রাউল গ্রাসিয়া (১-০)। গ্রাসিয়া ডান দিক দিয়ে শট নেন। রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাসও সেদিকে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু টাইমিং ঠিকমতো না হওয়ায় বলটি রুখতে পারেননি। ম্যাচের ৭৮ মিনিটে সেই সার্জিও রামোসের পায়ে লেগে বল লাইনের বাইরে চলে যায়। কর্নার পায় অ্যাটলেটিকো। কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে জড়ান হোসে গিমেনেজ। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ ব্যবধান আর কমাতে পারেনি।

দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মাঠে খেলতে যাবে অ্যাটলেটিকো। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ঘরের মাঠে রিয়ালকে কমপক্ষে ৩-০ গোলে জিততে হবে। রিয়ালের জন্য নিঃসন্দেহে এটি কঠিন পরীক্ষা। এখন দেখার বিষয় এই পরীক্ষায় উতরে যেতে পারে কি না রিয়াল।

(ওএস/পি/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test