E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফিক্সিং সন্দেহের তালিকায় শতাধিক ব্যক্তি!

২০১৫ জানুয়ারি ২১ ১৬:৫৮:৩২
ফিক্সিং সন্দেহের তালিকায় শতাধিক ব্যক্তি!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : যে কোনো আয়োজনে ম্যাচ গড়াপেটা একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। তাই কোনো টুর্নামেন্ট শুরুর আগেই আয়োজকদের এ নিয়ে সতর্ক থাকতে হয়। আন্তর্জাতিক ইভেন্টের ক্ষেত্রে তো দায়টা আরো বেশি। তাই আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে অত্যন্ত সতর্ক বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগে এ সব তৎপরতায় জড়িত থাকতে পারে, এমন ব্যক্তিদের তালিকা করেছে সংস্থাটি। যেখানে শতাধিক ব্যক্তির নাম আছে বলে জানান আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও সাম্প্রতিক সময়ে ফিক্সিংয়ের কথা উঠছে। বিশেষ করে ২০১০ সালে লর্ডসে পাকিস্তানের তিন ক্রিকেটার ম্যাচ পাতানোর অভিযোগে অভিযুক্ত হন। এরপর থেকে আন্তর্জাতিক যে কোনো আয়োজন নিয়ে সতর্ক আইসিসি। সেই হিসেবে নিজস্ব উদ্যোগে গোয়েন্দা প্রতিবেদনগুলো সংগ্রহ করেছে সংস্থাটি। রিচার্ডসন বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে কারা এসব দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। যারা বিশ্বব্যাপী ক্রিকেটে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। আমরা জানি তারা কোথায় থাকে। আমাদের হাতে শতাধিক নাম আছে। যা আমরা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হাতে দিয়েছি।’

(ওএস/পি/জানুয়ারি ২১, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test