E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাংলাদেশ সফর দিয়েই মাঠে ফিরছেন আজমল

২০১৫ ফেব্রুয়ারি ০৮ ১৬:৩৫:০৪
বাংলাদেশ সফর দিয়েই মাঠে ফিরছেন আজমল

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সব কিছু ঠিক ঠাক থাকলে আসন্ন এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। একদিন আগেই বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞা কাটানো সাঈদ আজমলের নজর সেই সফরের দিকেই। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া বাঁ-হাতি এই অফস্পিনার।

লাহোরে সংবাদ মাধ্যমের কাছে এমনটাই জানান তিনি। আজমল বলেন, ‘দলের প্রয়োজনে যেকোন সময়ই আমি মাঠে নেমে যেতে প্রস্তুত। বিশ্বকাপের মাঝপথে ডাকলেও আমি খেলতে চলে যাবো। কিন্তু, এর বাইরে মূলত আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার জন্য আমি চোখ রাখছি বাংলাদেশের বিপক্ষে সিরিজের দিকে।’

সাইদ আজমলের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করা হয় গত সেপ্টেম্বরে। পরীক্ষায় ধরা পড়ে, বল করার সময় আজমলের কনুই প্রায় ৪২ ডিগ্রি বাঁকে। এরপর গত ২৪ জানুয়ারি পুনরায় অ্যকশনের পরীক্ষা দেন ভারতের চেন্নাই। এরপর গতকালই আসে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সুখবর। আর তাতে স্বাভাবিক ভাবেই আনন্দিত এই ক্রিকেটার, ‘বিশ্বকাপ খেলতে না পারার হতাশাটা ভোলার নয়। তবে, এই মুহূর্তে আইসিসির ছারপত্র পেয়ে আমি খুবই খুশি। তবে, এখনও অ্যাকশন ও নতুন কিছু ডেলিভারি নিয়ে আমার কাজ করতে হবে।’

আজমলের বয়স এখন ৩৭! ইতিহাস বলে এই সময়ে এসে ক্যারিয়ারের শেষ দেখে ফেলেন যেকোন ক্রিকেটার; তা তিনি যত বড় কিংবদন্তীই হোক না কেন! কিন্তু প্রচলিত ধারণা থেকে বাইরে এসেই ভাবছেন তিনি। স্বপ্ন দেখছেন ৩-৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার, ‘আমি পরিশ্রম করেছি বলেই সেটার ফল সবাই চোখের সামনে দেখতে পাচ্ছে। এখনই আমার অবসর নেয়ার বিন্দুমাত্র কোন ইচ্ছা নেই। চাই আরও তিন থেকে চার বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার।’

(ওএস/পি/ফেব্রুয়ারি ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test