E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গোটা বাংলাদেশের দৃষ্টি আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে

২০১৫ ফেব্রুয়ারি ০৮ ১৬:৩৯:৫১
গোটা বাংলাদেশের দৃষ্টি আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ বঙ্গবন্ধু গোল্ড কাপের স্বপ্নের ফাইনালে। একটু পরেই মাঠে নামছে এমিলি-মামুনুলরা। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনাও আকাশচুম্বী। তার প্রমাণ সেমিফাইনালেই দেখা গেছে। শুধু গ্যালারিতেই নয় সেমির টিকিট না পাওয়া হাজার হাজার সমর্থক স্টেডিয়ামের বাইরে অবস্থান করেছেন। আর ফাইনালে তো টিকিটের হাহাকার বেড়ে গেছে বহুগুনে। ফাইনালের আগেরদিনই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ছিল জমজমাট। দর্শকদের উপচে পড়া ভীড়। প্রধান ফটকের সামনে টিকিটের জন্য ছিল লম্বা লাইন। এবং জানা গেল সকাল ১১টার মধ্যেই ফাইনালের সব টিকিট শেষ।

সমর্থকদের ভীড়ের কারণে শনিবার কোন সাংবাদিকও বাফুফেতে ঢুকতে পারেননি। শুধু সাংবাদিকই নন, বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তাদেরও কার্যালয়ে ঢুকতে ঘাম ঝড়তে হয়েছে। আসলে এসবই বলছে বাংলাদেশ-মালয়েশিয়ার ফাইনাল ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের উৎসাহ-উন্মাদনর কথা। দীর্ঘ ১৫ বছর পর বঙ্গবন্ধু গোল্ড কাপ। আর এই ইভেন্টের ফাইনালে খেলছে বাংলাদেশ। যে কারণে টিকিট এখন সোনার হরিণে পরিণত হয়েছে। তারপরও আজ দুপুর থেকেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের দিকে ছুটে যাচ্ছে হাজার হাজার মানুষ। লক্ষ্য ফাইনাল ম্যাচ দেখা। যেভাবেই হোক আজ তাদের লক্ষ্য হলো টিকিট সংগ্রহ করে ফাইনাল উপভোগ করা। বঙ্গবন্ধু গোল্ড কাপ জয়ের স্বাক্ষী হওয়া।

আজ ম্যাচ শুরুর তিন ঘন্টা আগে থেকেই স্টেডিয়ামের সবগুলো ফটক খুলে দেয়া হয়েছে। প্রধানমনত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে বিজয়ী দলকে ট্রফি তুলে দিবেন। যে কারণে স্টেডিয়াম থাকবে কড়া নিরাপত্তার বলয়ে ঢাকা।

<<<শিরোপা ভিন্ন অন্যকিছু ভাবছে না বাংলাদেশ


(ওএস/পি/ফেব্রুয়ারি ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test