E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কন্যাভাগ্য ভালো না ধোনির!

২০১৫ ফেব্রুয়ারি ০৮ ১৬:৫২:১২
কন্যাভাগ্য ভালো না ধোনির!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারতের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে গণ্য করা হয় ধোনিকে। এটা ভাবাও অবান্তর কিছু নয়, কেননা ১৯৮৩ সালের পর ২৮ বছরের অপেক্ষা শেষে ভারতকে বিশ্বকাপ উপহার দেন তিনি। আর ব্যক্তি গত রেকর্ড তো আছেই। গত ৬ ফেব্রুয়ারি পিতৃত্বের স্বাদ পান এমএসডি, শুক্রবার ধোনির স্ত্রী সাক্ষী ভারতের গুরগাওয়ে অবস্থিত ফোর্টিস হাসপাতালে ৩.৭ কেজি ওজনের একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এখনও কন্যাকে কোলে নিয়ে আদর করার সৌভাগ্য হয়নি মি.কুলের। কারণ বিশ্বকাপ উপলক্ষে তিনি এখন অবস্থান করছেন অস্ট্রেলিয়াতে। পিতা হাওয়ার পর ৮ ফেব্রুয়ারি প্রথম তিনি মাঠে নামেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে। অস্ট্রেলিয়ার দেয়া বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান এই হার্ডহিটার ব্যাটসম্যান।

উল্লেখ্য যে, ২০১৪ আইপিএলের শুরুতে পয়েন্ট তালিকার তলানিতে ছিল গাম্ভীরের কলকাতা। পক্ষান্তরে আইপিএল আসরের মাঝ পথেই বাবা হন গৌতম, আর সে বার চ্যাম্পিয়ন হয় কলকাতা।

(পিএস/পি/ফেব্রুয়ারি ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test