E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পিসিবির সিদ্ধান্তে ক্ষুব্ধ শোয়েব আখতার

২০১৫ ফেব্রুয়ারি ১১ ১৩:১৬:৪৫
পিসিবির সিদ্ধান্তে ক্ষুব্ধ শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক, ঢাকা : এমনিতেই হুটহাট রেগে যান তিনি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তথা বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বোলার শোয়েব আখতার এবার হুটহাট করেই চটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবির) ওপর। বিশ্বকাপের কয়েকদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সমালোচনা করেছেন তিনি। দলে কাকে কাকে নেয়া হচ্ছে আর কারা অভিজ্ঞ ও অনভিজ্ঞ এ নিয়ে মুখ খুলেছেন শোয়েব আক্তার।

কয়েকদিন আগে টাইগারদের বিপক্ষে খেলতে নেমে মোহাম্মদ হাফিজ চোট পেয়েছেন। পরে মাঠের বাইরে যান হাফিজ। হয়তো আর এ বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। হাফিজের পরিবর্তে নাসির জামশেদকে দলে নেওয়া হয়েছে। শোয়েব আখতারের ক্ষোভ সেখানেই। শোয়েব বলেন, আমি কিছুই বুঝতে পারছি না যে, পাকিস্তান টিমের ম্যানেজমেন্ট ও নির্বাচকরা এসব কী করছে! শোয়েব বলেন, আমি শোয়েব মালিক ও আজমলের পক্ষে। এরা পাকা খেলোয়াড়। এদের রেখে হাফিজের পরিবর্তে জামশেদকে বেছে নেওয়ায় আমি বিস্মিত।

উল্লেখ্য, পাকিস্তানের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে বিশ্বকাপে পাকিস্তান এ আগে কি কীর্তি গড়েছে সেটা সবারই হয়তো জানা আছে। ভারতের বিপক্ষে আফ্রিদি, মিসবাহ আর ইউনিস খান ছাড়া পাক স্কোয়াডের অন্য কোনো খেলোয়াড় বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেন নি। এসব বিষয় নিয়েও ভাবনা শোয়েব আক্তারের। শোয়েব ভারতের বিপক্ষে যে কোনো মূল্যে জয় চান।

(ওএস/পি/ফেব্রুয়ারি ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test