E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বিশ্বকাপ ক্রিকেট অভিযান শেষে বগুড়ায় ফেরা মুশফিকুরকে সংবর্ধনা প্রদান

২০১৫ মার্চ ২৮ ২১:১৭:৫৭
বিশ্বকাপ ক্রিকেট অভিযান শেষে বগুড়ায় ফেরা মুশফিকুরকে সংবর্ধনা প্রদান

বগুড়া প্রতিনিধি : বিশ্বকাপ ক্রিকেট অভিযান শেষ করে বগুড়ায় নিজ বাড়িতে ফেরা জাতীয় দলের অপরিহার্য ব্যাটসম্যান ও উইকেট রক্ষক মুশফিকুর রহিমকে সংবর্ধনা প্রদান করলো বগুড়াবাসী। শনিবার বিকালে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুশফিকুর রহীম মিতুকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত মুশফিকুর রহিম বলেন, আমাদের চেষ্টা ছিল আরো ভাল করার। দেশবাসীর অকুণ্ঠ সমর্থনে আমরা অভিভুত। দেশের মানুষের ভালবাসা নিয়ে আগামীতে আমরা আরো বেশি ভাল ক্রিকেট ম্যাচ উপহার দিব। নিজ বাড়ি বগুড়ায় ফিরে তিনি অভিভুত হয়েছেন বলে জানান। সংবর্ধনা প্রদানকালে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, ক্রিকেটার মিতুর পিতা মাহবুব হামিদ তারা, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি খাজা আবু হায়াত হিরু, শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, শুভাশীষ পোদ্দার লিটন, কোষাধ্যক্ষ শামীম কামাল শামীম, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জেলা ক্রীড়া অফিসার নুরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুশফিকুরকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মুশফিকুর ফুলের শুভেচ্ছায় ঢেকে যান।

(এএসবি/পি/মার্চ ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test