E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঘুরে দাঁড়ানোর চেষ্টা নিউজিল্যান্ডের

২০১৫ মার্চ ২৯ ১০:৫৭:১১
ঘুরে দাঁড়ানোর চেষ্টা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। একে একে ফিরে যান ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন।

প্রথম ওভারের পঞ্চম বলে ম্যাককালামকে বোল্ড করে দলকে উড়ন্ত সূচণা এনে দেন অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ক। স্টার্কের ইনসুইং বলে পরাস্ত হয়ে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ম্যাককালাম। কিউইদের বিপর্যয়ের শুরু সেখান থেকেই।

ম্যাককালামকে হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে কেন উইলিয়ামসনকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্ট করেন গাপটিল। বেশ দেখেশুনে ও ধীর গতিতে এগুচ্ছিলেন এই দুই ব্যাটসম্যান। তবে প্রথমবারের মতো আক্রমণে এসেই গাপটিলকে বোল্ড করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৪ বলে ১৫ রান করে ফিরে যান গাপটিল। পরের ওভারে মিচেল জনসনের বলে কন এন্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন উইলিয়ামসন।

এই রিপোর্ট খেলা পর্যন্ত ৩৫.২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৫০ রান। গ্রান্ট ইলিয়ট ৭২, রঙ্কি ০ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে খেলছে নিউজিল্যান্ড। অন্যদিকে সপ্তমবারের মতো ফাইনাল খেলছে অস্ট্রেলিয়া। এর আগে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপের শিরোপা জেতা অস্ট্রেলিয়া এবার পঞ্চম শিরোপার লক্ষ্যে মেলবোর্নের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে।

(ওএস/পি/মার্চ ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test