E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আইসিসির নতুন সভাপতি হচ্ছেন নাজিম শেঠি

২০১৫ এপ্রিল ০১ ২০:১৩:১৭
আইসিসির নতুন সভাপতি হচ্ছেন নাজিম শেঠি

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি আহম মুস্তফা কামাল পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করবেন কয়েকদিন ধরেই এই গুঞ্জন ভাসছিল।

বুধবার ঢাকায় ফিরে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেন পদত্যাগের। আর তার স্থলাভিষিক্ত হবেন পাকিস্তানের সাবেক বোর্ড সভাপতি নাজিম শেঠি। খবর দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।

বুধবার বাংলাদেশে সাংবাদিকদের মুস্তফা কামাল বলেন, আমি এখন আর আইসিসির সভাপতি নই। আমাকে আপনারা সাবেক সভাপতি বলবেন।

তিনি আরো বলেন, যারা অসাংবিধানিক কাজ করে আমি তাদের সাথে কাজ করতে পারি না। এটা আইন বহির্ভূত।

বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচে বাজে আম্পারিংয়ের জন্য তিনি দেশের পক্ষে কথা বলেন। আম্পায়ারদের সমালোচনা করেন।

তিনি বলেছিলেন, ম্যাচটি দেখে পূর্ব পরিকল্পিতই মনে হয়েছে। আম্পায়ারদের কোন যোগ্যতা নেই।

আইসিসি তার এই মন্তব্যকে ভালোভাবে গ্রহণ করেনি। তারা নাখোশ হয়েছে। তাই রীতি ভেঙে আইসিসি`র চেয়ারম্যান শ্রীনিবাসনকে দিয়ে বিশ্বকাপের ট্রফি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়কের হাতে তুলে দেয়া হয়।

(ওএস/অ/এপ্রিল ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test