E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ব্রাজিলের প্রস্তুতি শুরু বিক্ষোভের মধ্যেই

২০১৪ মে ২৮ ১১:১৫:১৫
ব্রাজিলের প্রস্তুতি শুরু বিক্ষোভের মধ্যেই

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাকি ১৫ দিন বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা উঠতে। এরই মধ্যে পুরো পৃথিবীতেই বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়ে গেছে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলে হবে ২০১৪ বিশ্বকাপ। তাই ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের হাতছানি ঘরের মাঠে।

ব্রাজিলীয়দের উন্মাদনাও একটু বেশি হওয়ার কথা। কিন্তু তারা হাঁটছে উল্টোপথে। আন্দোলন-বিক্ষোভে উত্তাল পুরো ব্রাজিল। এ ধারা অব্যাহত থাকায় শুভ কামনা নয়, আন্দোলনের মুখেই বিশ্বকাপের অনুশীলন শুরু করলো নেইমার অস্কাররা। সোমবার বিশ্বকাপের অনুশীলন ক্যাম্প হিল্টপে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়ে ব্রাজিল দল। রিও ডি জেনিরোর হোটেল থেকে গাড়িতে করে নেইমাররা বের হলে বিক্ষোভের মুখে পড়ে ব্রাজিল দল। এ দিন প্রস্তুতি শিবিরে অন্যরা যোগ দিলেও ছিলেন না মার্সেলো। রিয়াল মাদ্রিদের লেফট ব্যাককে শনিবার চ্যাম্পিয়ন্স লীগ জেতার উৎসব করতে এ দিন ছাড় দেয়া হয়। তাই অনুশীলন ক্যাম্পে যোগ দিতে গাড়িতে ছিলেন ২২ খেলোয়াড়। আর আন্দোলনকারীরা এ সময় বাসের গায়ে বিশ্বকাপবিরোধী স্টিকার লাগিয়ে বিক্ষোভ করেন। যাতে লেখা ছিল, ‘এখানে কোন বিশ্বকাপ নয়। এখানে আন্দোলন চলবে।’ অনুশীলন ক্যাম্পে পৌঁছানোর পরও দুয়োধ্বনি শুনতে ব্রাজিলীয় ফুটবল দলকে। ভাল বেতন- ভাতা ও কাজের পরিবেশের দাবিতে ১২ই মে থেকে অনুশীলন ক্যাম্পের শহর টেরেসোপোলিসে আন্দোলনে নামেন স্কুলশিক্ষকরা। পরশুও নেইমাররা শহরটিতে পৌঁছার পর স্কুলশিক্ষকরা বিক্ষোভ করেন। তবে অনুশীলন ক্যাম্পে বিক্ষোভকারীরা আসার আগে বেশ কিছু সমর্থকও সেখানে এসেছিলেন। আর অনুশীলনে যোগ দিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণে অঙ্গীকার করেছেন ব্রাজিল স্ট্রাইকার ফ্রেড। তিনি বলেন, ‘ব্রাজিলের জনগণ ও জাতীয় দলের মধ্যে সেতুবন্ধ রয়েছে। শিরোপা জেতার জন্য আমরা সব কিছু দেবো।’ বিশ্বকাপের অল্প কিছুদিন বাকি থাকতেও এর অবকাঠামোগত কাজ সম্পন্ন করতে পারেনি ব্রাজিল। তাই বিশ্বকাপে ফিফার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ব্রাজিলীয় সাবেক স্ট্রাইকার রোনালদো সরকার দুয়োধ্বনি করলো। রোনালদো বলেন, ‘ব্রাজিল সরকার সব দিন চিন্তা করেই বিশ্বকাপের আয়োজন করেছে। সরকারকে সব উদ্বিগ্নতা দূর করে এগিয়ে যেতে হবে। এ রকম পরিস্থিতি লজ্জাকর। আমি হতবাক। আমি দেশকে ভালবাসি। এ ভাবমূর্তি বিদেশীদের কাছে প্রকাশিত হক আমি তা চাই না।’ বিশ্বকাপে সরকারের অতিরিক্ত ব্যয়, জীবন মানের উন্নয়ন, নির্মাণ শ্রমিক মৃত্যুসহ গত বছর থেকেই বিক্ষোভ চলছে ব্রাজিলে। বিশ্বকাপে ১২ই জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম মাঠে নামবে ব্রাজিল।

(ওএস/পি/মে ২৮,২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test