E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ব্যাটিং-দানব গেইলে অনুপ্রাণিত সাব্বির

২০১৫ ডিসেম্বর ১৩ ১২:২৩:৫৮
ব্যাটিং-দানব গেইলে অনুপ্রাণিত সাব্বির

স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইলকে পেয়ে তার সঙ্গে ব্যাটিং করার লোভ সামলাতে পারেননি সাব্বির রহমান! কথাটা বেমানান। কিন্তু সত্যিই তাই। এবারের বিপিএলে চার ম্যাচ একসঙ্গে খেলেছেন ক্রিস গেইল ও সাব্বির রহমান।

তিনবার গেইলের সঙ্গে ব্যাটিং করার সুযোগ এসেছিল। কিন্তু ‘আত্মবিশ্বাস’ না থাকায় ব্যাটিংয়ে নামেননি সাব্বির। তবে শনিবার ঠিকই নেমে গেলেন। ডু অর ডাই ম্যাচে নিজেকে তিনে উঠিয়ে নিয়ে এসে গেইলের সঙ্গে ব্যাটিং করার শখ পূরণ করলেন সাব্বির! শখ পূরণের পাশাপাশি গেইলের মতোই ব্যাটিং করলেন।

যদি বলি গেইলের চেয়েও বেশি মারমুখী হয়ে ব্যাটিং করেছেন সাব্বির, তাহলেও ভুল হবে না। গেইল ৩১ রানের ইনিংসে চার চার ও তিন ছক্কা হাঁকিয়েছেন। সেখানে সাব্বিরের ৪১ রান এসেছে তিন চার ও তিন ছয়ে। অবশ্য গেইলের চেয়ে বল বেশি খেলেছেন বাংলাদেশের তারকা। তবুও ব্যাটিং-দানব গেইলকে এক পাশে রেখে অন্যপাশে নিজে চার-ছক্কা হাঁকাবেন সেই সাহসটুকুই কতজন করতে পারে!

এ দুই ব্যাটসম্যান শনিবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৫১ বলে ৭০ রান যোগ করেন।
গেইলের সঙ্গে ব্যাটিং করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে সাব্বির রহমান ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘গেইলের সঙ্গে ব্যাটিং আসলে খুবই আনন্দদায়ক। সত্যি বলতে বলে বোঝানো যাবে না। ক্রিস গেইল যখন মারে তখন আমি দেখি ও কীভাবে মারে। আমি চেষ্টা করেছি ভালো খেলার। ক্রিস গেইল আমাকে অনেক উৎসাহ দিয়েছে। ক্রিজে বলেছে, ‘তুমি থাক’। আমি যখন ১০ বলে ১ করেছি তখন সে আমাকে অনেক উৎসাহ জুগিয়েছে।’

জাতীয় দলের এ ব্যাটসম্যান বিপিএলে নিজেকে মেলে ধরতে পারেননি। ১১ ম্যাচে আট ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১০১ রান। সর্বোচ্চ রান ৪১ করেন গেইলের সঙ্গে ব্যাটিং করেই। শনিবার ঢাকার বিপক্ষে তিনে উঠে এসে ব্যাটিংয়ে নামেন সাব্বির। মারকুটে এ ব্যাটসম্যান জানান নিজের ইচ্ছেতেই তিনে উঠে আসেন তিনি। সাব্বিরের ভাষ্য, ‘আগেই চাচ্ছিলাম তিনে ব্যাটিং করি। কিন্তু নিজের আত্মবিশ্বাস না থাকায় দল অন্যদের চাচ্ছিল। আজ নিজে জোর করে চেয়েছি। একটা ব্যাটসম্যানের খারাপ সময় যায়। আমিও চেষ্টা করেছি, নিয়মিত অনুশীলন করেছি। কখনো বিশ্রাম নেইনি। নিজের ব্যাটিং আরো ভালো করার চেষ্টা করছি। ’

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test