E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বাংলাদেশ সফরে আসছে নেপাল দল

২০১৫ ডিসেম্বর ১৫ ১৬:৫৯:৪৮
বাংলাদেশ সফরে আসছে নেপাল দল

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের ২৩ তারিখ থেকে ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১১তম আসর। এবারের এই আসরে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান, ভুটান ও মালদ্বীপ। এই আসরকে সামনে রেখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

তাদের প্রস্তুতিকে আরেকটু ঝালিয়ে নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে। ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচটি। প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

এই ম্যাচে অংশ নিতে মঙ্গলবার রাতে বাংলাদেশ আসছে নেপাল জাতীয় ফুটবল দল। ১৭ ডিসেম্বর বিকেল ৫টায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে তারা।

২০০৩ সালে সাফের প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর গেল ১২ বছর ধরে শিরোপা পুনরুদ্ধারের চেষ্টা চলছে বাংলাদেশের। কিন্তু সেই চেষ্টায় বরাবরই ব্যর্থ লাল-সবুজের জার্সিধারীরা। এবারো শিরোপা পুনরুদ্ধারে আসরটাকে অতি গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ।

অবশ্য বিদেশি কোচদের বিদায় করে দেশি কোচের উপর আস্থা রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজকে বরখাস্ত করে তারা দায়িত্ব দিয়েছে দক্ষিণ এশিয়ার একমাত্র উয়েফা সার্টিফিকেটধারী কোচ মারুফুল হককে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test