E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

১৭ বলে ৫০ রান করলেন গাপটিল

২০১৫ ডিসেম্বর ২৮ ২০:৩২:২৩
১৭ বলে ৫০ রান করলেন গাপটিল

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ১৭ বলে ৫০ রান পূর্ণ করে নিউজিল্যান্ডের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরি নিজের দখলে নিয়েছেন মার্টিন গাপটিল। শ্রীলংকার বিপক্ষে ১৭ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। সোমবার লঙ্কানদের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয়ের দিন এই কির্তী গড়েন গাপটিল। শেষপর্যন্ত ৩০ বলে ৯৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে গত জানুয়ারিতে মাত্র ১৬ বলে অর্ধশতক পূর্ণ করে নতুন রেকর্ড গড়েছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। গাপটিল ৫০ রান পূর্ণ করেছেন ১৭ বল খেলে। তাঁর আগে মাত্র দুজন করেছেন ১৭ বলে ৫০ রান। সনাৎ জয়সুরিয়া ও কুশাল পেরেরা। নিউজিল্যান্ডের পক্ষে এর আগে দ্রুততম ১৮ বলে হাফসেঞ্চুরি ছিলো ব্র্যান্ডন ম্যাককালামের। সেটাও চলতি বছরের শুরুর দিকে।

মজার ব্যাপার হলো, দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড ভাঙতে চলেছেন, তা নিজেও জানতেন না। ম্যাচ শেষে এ নিয়ে বললেন, ‘আমার কোন ধারণা ছিলো না। আমি শুধু বল মেরেছি। চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব রান তুলতে।’

কিন্তু মাঠেই বসেই তা জেনেছিলেন। জানিয়েছিলেন আম্পায়ার। ১৪ বলের সময় তাকে বলেছিলেন, ‘তুমি রেকর্ড থেকে মাত্র দুই বল দূরে রয়েছো।’ তখনই জানতে পারেন গাপটিল। চলতি বছরে একদিনের ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গা নিয়েছেন মার্টিন গাপটিল। ৫৬.১১ গড়ে আজকের ম্যাচ পর্যন্ত তার এ বছরে মোট সংগ্রহ ১৪৫৯ রান।

(ওএস/পি/ডিসেম্বর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test