E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ক্যানাভারোর উপদেশ ইতালিকে

২০১৪ মে ২৯ ১৮:৫১:৪২
ক্যানাভারোর উপদেশ ইতালিকে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইতালি জার্মানির মাটি থেকে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল। ফাইনালে তারা ফ্রান্সকে পরাজিত করে। ইতালির বিশ্বকাপজয়ী সেই দলের অধিনায়ক ছিলেন ফ্যাবিও ক্যানাভারো। এবার ব্রাজিলগামী ইতালি দলকে কিছু টিপস দিয়েছেন তিনি।

ইতালি পঞ্চম বিশ্বকাপ জয়ের অভিযানে এবার ব্রাজিলের মাটিতে পা রাখবে। কিন্তু চারবারের বিশ্বকাপজয়ী ইতালিকে হট ফেভারিটের তালিকায় কেউ রাখছে না। কারণ ২০১২ সালের ইউরো কাপের ফাইনালে তারা স্পেনের কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছিল। কনফেডারেশন্স কাপেও ভালো করতে পারেনি ইতালি। সেমিফাইনালে তারা স্বাগতিক ব্রাজিলের কাছে পরাজিত হয়।

বড় টুর্নামেন্টের এই দুই ব্যর্থতার কারণে ইতালিকে ফেভারিটের তালিকায় রাখছেন না অনেকেই। এতে ইতালির জন্য ভালো হবে বলেই মনে করেন ক্যানাভারো। ইতালি দলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এটা একদিক থেকে ভালোই হয়েছে। প্রত্যাশার চাপ নিয়ে তোমাদের খেলতে হচ্ছে না। খোলা মনে তাই তোমরা একটা করে ধাপ এগোনোর চেষ্টা করো।’

ব্রাজিল বিশ্বকাপে ইতালি নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচ সম্পর্কে ক্যানাভারোর উপদেশ_ ‘এ ম্যাচটায় তোমাদের চেষ্টা করতে হবে কোনো ভুল না করার। ম্যাচটা না জিততে পারলেও ড্র রাখতে হবে। পরের ম্যাচে কোস্টারিকাকে কিন্তু হারাতেই হবে। কারণ শেষ ম্যাচের প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে গ্রুপের কঠিনতম দল। প্রথম দুই ম্যাচে হারলে এই ম্যাচে আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিতে পারে। তাই অঙ্ক কষে খেলতে হবে গ্রুপ লীগে।’

ইতালির জন্য এবার সেমিফাইনালে ওঠা কঠিন জবে। কারণ কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হতে হবে ব্রাজিল, স্পেন ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে, যাদের পরাজিত করা ইতালির পক্ষে মোটেই সহজ হবে না। অন্য যে যা বলুন, ক্যানাভারো কিন্তু মনে করেন ইতালি এবারও বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে।

(ওএস/পি/মে ২৯,২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test