E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

উপস্থাপিকাকে ‘অশোভন মন্তব্য’, তোপের মুখে গেইল

২০১৬ জানুয়ারি ০৫ ১১:৪১:৪৩
উপস্থাপিকাকে ‘অশোভন মন্তব্য’, তোপের মুখে গেইল

স্পোর্টস ডেস্ক : চ্যানেল টেন এর নারী সাংবাদিক মেল মেকলাগলিনের উদ্দেশে অশোভন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল। ওই উপস্থাপিকার কাছে গেইল ক্ষমা না চাওয়া পর্যন্ত বিগ ব্যাশে গেইলকে কাভারেজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল টেন।

অন্যদিকে তার বক্তব্যের সমালোচনা করেছেন বিগ ব্যাশ ও গেইলের দল মেলবোর্ন রেনেগাডস কর্তৃপক্ষ।

বিগ ব্যাশের একটি ম্যাচ জয়ের পর গেইলের কাছে ওই নারী উপস্থাপিকা জানতে চেয়েছিলেন যে, কিভাবে তিনি এতটা আক্রমণাত্নক ব্যাটিং করেন। জবাবে গেইল বলেন, ‘তোমাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য। এই কারণেই আমি এখানে। প্রথমবারের মত কেবল তোমার দুটি চোখ দেখতে, খুব চমৎকার। যাই হোক আমরা এ খেলায় জিততে পারবো এবং পরে ড্রিংক করতে পারবো। লজ্জা পেয়ো না, বেবি।’

এর আগে ২০১৪ সালের জুলাইয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এক নারী সাংবাদিককে গেইল বলেছিলেন, ‘ভাল, আমি এখনো তোমাকে টাচ করতে পারিনি, আমি জানি না এর অনুভূতি কি।’

এ ঘটনার পর বিগ ব্যাশের প্রধান এন্থনি ইভার্ট গেইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে এক বিবৃতিতে বলেন, ‘আমি গেইলের কথা শুনেছি। এটি অসাম্মনজনক, গ্রহণযোগ্যও না।’

তিনি বলেন, ‘আমরা দ্রুত তার সাথে ও রেনেগাডস এর সাথে কথা বলবো। কারণ এ লিগের আবেদন শিশু, পরিবার ও নারীসহ সবার কাছে রয়েছে; সেখানে এমন কিছুর স্থান নেই। ক্রিকেট, এমনকি কোথাও এ ধরণের আচরণের স্থান নেই।’

এদিকে গেইলের দল রেনেগাডস এর প্রধান নির্বাহী স্টুয়ার্ট কভেন্ট্রি বলেছেন, ‘এটি কোন আচরণের মধ্যেই পড়ে না।’

অন্যদিকে ঘটনার সময় চ্যানেল টেনের কমেন্টেটর মার্ক হাওয়ার্ড এর সাথে কমেন্ট্রি বক্সে থাকা সাবেক দুই ক্রিকেটার ডেমিয়েন ফ্লেমিং ও মার্ক ওয়াহও এর সমালোচনা করেছেন।

পরে চ্যানেল টেনের খেলা বিভাগের প্রধান ডেভিড বারহাম বলেন, ‘আমরা তার কাছে এর কৈফিয়ৎ চাইবো। এ খেলায় আমরা তাকে কোনভাবেই ব্যবহার করতে পারি না।’

(ওএস/এইচআর/জানুয়ারি ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test