E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শেরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু

২০১৬ মার্চ ২৯ ১৮:০০:৫৭
শেরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু

শেরপুর প্রতিনিধি : এক বছর বিরতির পর অবশেষে শেরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লীগ মাঠে গড়িয়েছে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ২৯ মার্চ মঙ্গলবার প্রথম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। উদ্বোধনী খেলায় গত লীগের চ্যাম্পিয়ন শেরপুর ইয়ং ক্রিকেটার্স এসোসিয়েশন (সাইকা) ১০০ রানের বিশাল ব্যবধানে উত্তরা স্পের্টিং ক্লাবের বিপক্ষে জয়লাভ করেছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার-ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, ক্রিকেট সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সকালে টস জিতে নির্ধারিত ৩৮ ওভারের খেলায় সকালে ব্যাট করতে নেমে সাইকা ৯ ইউকেটে ২১৮ রান সংগ্রহ করে। জবাবে উত্তরা স্পোটিং ক্লাব ৩০.৪ ওভারে ১১৮ রানে অলআউট হয়। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথমবারের মতো সাদা বল রঙিণ পোষাকে অনুষ্ঠিত এবারের প্রথম বিভাগ ক্রিকেট লীগে ১০টি ক্লাব অংশগ্রহণ করছে।

সংক্ষিপ্ত স্কোর : সাইকা-২১৮/৯, ৩৫ ওভার (সোহেল ৫২*, জাকারিয়া ৪৯, অতি: ৩১, পাপ্পু-৩/৪৯)। উত্তরা স্পোটির্ং ক্লাব-১১৮/১০, ৩০.৪ ওভার (মনি ৩৭, অতি: ২১, শরিফ ৩/১৭, রাকিব ৩/২০)। ফলাফল : সাইকা ১০০ রানে জয়ী।

(এইচবি/এএস/মার্চ ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test