E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বিশ্বকাপে থাকবেন বিশ্বনেতারা

২০১৪ জুন ০৭ ০৯:২৫:৫১
বিশ্বকাপে থাকবেন বিশ্বনেতারা

স্পোর্টস ডেস্ক : বছরের বেশিরভাগ সময়ই দেশ, রাজনীতি নিয়েই ব্যস্ত থাকতে হয় বিশ্বনেতাদের। অবসরের ফুরসত মেলে খুব কমই। তারপরও রাজনীতিবিদ হলেই বা কী, তারাও সবাই রক্ত-মাংসে গড়া মানুষ। পছন্দ-অপছন্দ তাদেরও রয়েছে। বিশ্বনেতাদের সবাই কম-বেশি ক্রীড়ামোদিও বটে। মানব সহজাত ক্রীড়া ফুটবলের কথা এলে নেতারাও দাঁড়িয়ে যান সমর্থকের কাতারে। এবার ব্রাজিল বিশ্বকাপেও মেলা বসবে বিশ্বনেতাদের। বিশ্বকাপের সময় সারাবিশ্বের অন্তত ২১ জন বিশ্বনেতা ব্রাজিল সফর করবেন। ব্রাজিলের প্রেসিডেন্ট অফিসই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলো মার্কেল, বলিভিয়া প্রেসিডেন্ট ইভো মোরালেসসহ অনেকে ভ্রমণ করবেন ব্রাজিল।

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অফিস থেকে জানানো হয়েছে, ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাও পাওলোতে উপস্থিত থাকবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এ ছাড়া আরও ১১টি বিশ্ব সংস্থার প্রধানরা উপভোগ করবেন ব্রাজিল-ক্রোয়েশিয়ার উদ্বোধনী ম্যাচ। দিলমা রৌসেফের অতিথিদের লম্বা তালিকায় থাকা আরও কিছু নাম হচ্ছে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, মোনাকোর রাজকুমার প্রিন্স আলবার্ট ও গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো। রাশিয়ার প্রেসিডেন্ট ১৩ জুলাই ফাইনালে মারাকানায় উপস্থিত থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও বিশ্বকাপের কয়েকটি ম্যাচে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট অফিস।

(ওএস/এইচআর/জুন ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test