E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ফুরিয়ে গেছেন ক্যাসিয়াস!

২০১৪ জুন ১৪ ১৭:২৪:৫৭
ফুরিয়ে গেছেন ক্যাসিয়াস!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সামনে পড়ে হতাশ-বিধ্বস্ত ক্যাসিয়াস, আর রোবেন-স্নাইডারের বুনো উল্লাস! তো সেই ইকার ক্যাসিয়াস, যিনি স্পেনের অতন্দ্র প্রহরী। যিনি আজকের ম্যাচের আগে বিশ্বকাপে টানা ৪৩৩ মিনিট কোনো গোল হজম করেননি। রোবেন-পার্সিরা যেভাবে ক্যাসিয়াসকে নিয়ে খেলছিলেন, বারবার চোখ কচলে দেখতে হচ্ছিল—গোলরক্ষক ক্যাসিয়াস কি না!

রোবনের প্রথম গোলটিই ধরুন, রামোস-পিকের দুর্বল রক্ষণের সুযোগে ক্যাসিয়াসের সামনে দিয়ে বল জড়িয়ে গেল জালে। চেয়ে চেয়ে দেখা ছাড়া যেন কিছুই করার নেই! রোবেনের করা শেষ গোলটির সময় ক্যাসিয়াসের অসহায়ত্ব দেখে স্পেনের সমর্থকদের বুক চিরে দীর্ঘশ্বাসই বেরোবে। অবশ্য কয়েকটি দুর্দান্ত সেভও করেছেন। নইলে ব্যবধান যে কত হতো কে জানে!

ভক্তদের কাছে তিনি ‘সেন্ট ইকার।’ তবে ভক্তরাও জেনে গেছেন, সাধু-সন্তরাও ভুল করেন! ক্লাব ও দেশের হয়ে ক্যারিয়ারজুড়ে যিনি গোলবারের নিচে আস্থার প্রতিমূর্তি, সেই ক্যাসিয়াস গত কিছুদিন ধরেই খানিকটা টালমাটাল। আজ হল্যান্ডের ম্যাচের পর বলতে হবে, ‘খানিকটা’ নন, অনেকটাই টালমাটাল স্পেনের ‘অতন্দ্র প্রহরী’!

(ওএস/পি/জুন ১৪,২০১৪)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test