E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আজও কি থাকছে নেইমার জাদু

২০১৪ জুন ২৮ ১০:৩২:১৬
আজও কি থাকছে নেইমার জাদু

স্পোর্টস ডেস্ক : আজ শনিবার বেলো হরিজেন্তে অল আমেরিকান ম্যাচে ইনফর্ম সেলেকাও তারকা নেইমারই নাকি বাজিমাত করবেন। বিশেষ করে ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ান বিশ্বাস করেন, নেইমার নাকি তার আসল খেলা এখনও শুরুই করেননি। শনিবারের হাইভোল্টেজ ম্যাচের আগে চিলি শিবিরে এই বার্তা পাঠালেন উইলিয়ান।

গ্রুপপর্বের তিন ম্যাচে চার গোল করে স্বাগতিকদের শেষ ষোলোতে তুলতে বড় ভূমিকা রেখেছেন তারকা স্ট্রাইকার নেইমার। শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় দ্বিতীয় রাউন্ডে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। চেলসির মিডফিল্ডার উইলিয়ান এর আগে নেইমারকে নিয়ে প্রশংসায় মাতলেন।

তিনি বলেন, ‘আমার তো মনে হয় না এখনও নেইমার তার আসল খেলাটা শুরু করেছে। তার যে প্রতিভা আছে, তাতে সে দলের জন্য আরও বেশি কিছু করতে পারে।’

নেইমার কী মানের খেলোয়াড় সেটা সবার জানা উল্লেখ করে উইলিয়ান নেইমারের থেকে সেরাটা বের করে আনতে সতীর্থদের ভালো খেলার তাগিদ দেন। তার ভাষায়, ‘এটা আমাদের ভালো খেলা এবং তাকে সাহায্য করার ওপরও নির্ভর করে। আমরা তাকে সাহায্য করার জন্যই আছি।’

ব্রাজিলের মানুষ দেশের মাটিতে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। ১৯৫০ সালে মারাকানায় উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে শিরোপা-স্বপ্ন খোয়ানোর দুঃখ ভুলতে চায় তারা।

উইলিয়ান অবশ্য অতীত নিয়ে আক্ষেপ করার পক্ষে নন, ‘আমাদের অতীত ভুলে যাওয়া উচিত এবং বর্তমান নিয়ে ভাবতে হবে।’

ব্রাজিল দল মাঠে নামলেই সবাই জয় চায়। সমর্থকদের প্রত্যাশার এই চাপ সয়েই ব্রাজিল দল সবাইকে আনন্দ দিতে চায় বলে জানান উইলিয়ান।

(ওএস/এইচআর/জুন ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test