E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আর্জেন্টিনার পারফরম্যান্সে উদ্বিগ্ন ম্যারাডোনা

২০১৪ জুন ২৯ ০৯:৩৬:২৪
আর্জেন্টিনার পারফরম্যান্সে উদ্বিগ্ন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক : গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে নাম লিখিয়েছে আর্জেন্টিনা। বলা চলে শতভাগ সাফল্য। হার তো নয়ই, ড্রও করেনি সাবেলা শিবির। সবচেয়ে বড় কথা দলের প্রাণভ্রমরা লিওনেল মেসি রয়েছেন ফর্মের চূড়ায়। তিন ম্যাচেই করেছেন গোল। সব মিলিয়ে তার গোলের সংখ্যা চার। তিনটি ম্যাচেই মেসিজাদু ছিল দেখার মতো। তবে দলগত পারফরম্যান্স এখন পর্যন্ত তুষ্ট করতে পারেনি আর্জেন্টিনা। মেসিকে বাদ দিলে পুরো দলই নিষ্প্রভ। দুর্বল রক্ষণভাগ, আক্রমণেও ধার নেই ততটা। সব মিলিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও কতদূর আগাতে পারবে আর্জেন্টিনা তা নিয়ে থাকছে সংশয়। খোদ আর্জেন্টাইন ঈশ্বর দিয়েগো ম্যারাডোনাই উদ্বিগ্ন আর্জেন্টিনাকে নিয়ে।

গ্রুপপর্বে আর্জেন্টিনা তিন ম্যাচে প্রতিপক্ষের জাল কাঁপাতে পেরেছে ছয়টি। এর মধ্যে একটি আত্মঘাতী। বাকি চার গোলই মেসির। একটি মাত্র গোল করেছেন রোজো। তার অর্থ যেদিন মেসি গোল পাবে না, সেদিন কী হবে আর্জেন্টিনার? পুরোপুরি মেসিনির্ভর হলে বিপদ আসন্ন। ম্যারাডোনার মতে, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দলে মেসি ছাড়া আর সবাই বড্ড বেশি ম্রিয়মাণ।

নিজের এক কলামে সেই উদ্বেগেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ম্যারাডোনা— ‘প্রতিটি ম্যাচে উন্নতি করছে মেসি। বিভিন্ন কোণ দেখে গোল করছে। কিন্তু আক্রমণভাগে তার সঙ্গীদের খুব কম সময়ই খুঁজে পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে আর্জেন্টিনার। উচ্চাশায় থাকা একটা দলের অন্যদের অবদান রাখাটাও জরুরি।’

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপের দেশ সুইজারল্যান্ড। যে লড়াইয়ের আগে আর্জেন্টাইন মধ্যমাঠের কাছ থেকে অনেক বেশি দৃঢ়তাই প্রত্যাশা এই ফুটবল কিংবদন্তির, ‘দল জয় পেলে অনেক কিছুই হয়তো চোখে পড়ে না। কিন্তু আর্জেন্টিনাকে মাঝমাঠে আরও দৃঢ়তার পরিচয় দিতে হবে। বিভিন্ন সময় আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্বলতা বেরিয়ে এসেছে। এ ব্যাপারটা আলেসান্দ্রো সাবেলাকে সমাধান করতে হবে। মেসির সঙ্গে দলের অন্যদেরও জ্বলে উঠতে হবে, আরও দলবদ্ধ ও লড়াকু খেলা খেলতে হবে।’

আগামী ১ জুলাই সাও পাওলোয় নকআউট পর্বের ম্যাচে সুইসদের মোকাবিলা করবে আর্জেন্টিনা। পরিসংখ্যানে আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের কোনো রেকর্ড নেই সুইজারল্যান্ডের। সব ধরনের প্রতিযোগিতায় দুদল মোকাবিলা করেছে ছয়বার। তাতে চারবারই জয়ী আর্জেন্টিনা। বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। বিশ্বকাপে এই দুদলের মোকাবিলা হয়েছে একবার। ১৯৬৬ ইংল্যান্ড বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। দুদলের সর্বশেষ সাক্ষাত্ ২০১২ সালে। যেখানে প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল মেসিরা।

ভক্ত-সমর্থকদের প্রত্যাশা কোয়ার্টার ফাইনালে উঠতে খুব বেশি বেগ পেতে হবে না আর্জেন্টিনার।

(ওএস/এইচআর/জুন ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test