E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ডিএসইর পরিচালক ইমন

২০১৮ মার্চ ২০ ১৮:১৬:৩১
ডিএসইর পরিচালক ইমন

স্টাফ রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজের কর্ণধার মিনহাজ মান্নান ইমন।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী আহমেদ ইকবাল হাসান সিকিউরিটিজের কর্ণধার আহমেদ ইকবাল হাসানকে পরাজিত করেন।

ডিএসইর শেয়ারহোল্ডার এই নির্বাচন ছিল ডিমিউচুয়ালাইজেশন বা ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক পরবর্তী পঞ্চম নির্বাচন। বিজয়ী প্রার্থী ইমন ডিএসইর বর্তমান পরিচালক শালিক রিজভীর স্থলাভিষিক্ত হবেন।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদের নেতৃত্বে নির্বচন কমিশনের দায়িত্ব পালন করেন হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-উর-রশিদ এবং এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর উদ্দিন আহমেদ।

ডিএসইর কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ১৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে যোগ্য ভোটারের সংখ্যা ছিল ২৫৬ জন। বিজয়ী মিনহাজ ইমন মান্নান ১২৭ ভোট পেয়েছেন। আর আহমেদ ইকবাল হাসান পেয়েছেন ৬৯ ভোট। আর একটি ভোট বাতিল হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

ভোটগ্রহণ শেষে মঙ্গলবারই ফলাফল প্রকাশ করা হলেও ডিএসইর ৫৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আনুষ্ঠানিকভাবে ফলাফল জানানো হবে। ওই দিনই শাকিল রিজভীর স্থানে নতুন পরিচালক দায়িত্ব নিবেন।

নির্বাচনে আহমেদ ইকবাল হাসানের নাম প্রস্তাব করেন ডিএসইর সাবেক পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং তাতে সমর্থন করেন আরেক সাবেক পরিচালক আহমেদ রশীদ। অপরদিকে মিনহাজ মান্নান ইমনের নাম প্রস্তাব করেন আব্দুল আওয়াল এবং তাতে সমর্থন করেন রিচার্ড ডি রোজারিও।

ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে মোট ১৩ জন সদস্য থাকেন। এর মধ্যে স্বতন্ত্র পরিচালক সাতজন। আর শেয়ারহোল্ডার পরিচালক থাকবেন চারজন। বাকি দুইজনের মধ্যে একজন স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এবং একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক।

শেয়ারহোল্ডার পরিচালকরা স্টক এক্সচেঞ্জের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিন বছরের জন্য নির্বাচিত হন। কারও মেয়াদ শেষ হওয়ার পর শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমান ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে আছেন- শাকিল রিজভী, রকিবুর রহমান, মো. হানিফ ভূইয়া এবং শরীফ আতাউর রহমান।

(ওএস/এসপি/মার্চ ২০, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test