E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সাইফ পাওয়ারটেকের আইপিওতে ৯ গুণ আবেদন

২০১৪ জুলাই ১৯ ১৩:১৫:২৮
সাইফ পাওয়ারটেকের আইপিওতে ৯ গুণ আবেদন

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য অনুমোদন পাওয়া সাইফ পাওয়ারটেক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৯.৪৬ গুণ আবেদন জমা পড়েছে। তবে এর পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পোস্ট ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা মূল্যে বাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করবে। আর এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ৩৬ কোটি টাকা। এর বিপরীতে বৃহস্পতিবার পর্যন্ত ৩৪০ কোটি ৬২ লাখ টাকার আবেদন জমা পড়েছে। সে হিসাবে কোম্পানিটির ৯.৪৬ শতাংশ আবেদন পড়েছে।

এদিকে, প্রবাসী বিনিয়োগকারীরা আজ শনিবার পর্যন্ত আবেদন করতে পারবেন। সে হিসেবে আবেদনের পরিমাণ আরও বাড়তে পারে। অন্যদিকে খাত ওয়ারি হিসেবে এখনো আলাদা করা হয়নি।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫১৫তম কমিশন সভায় এ কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। এর প্রেক্ষিতে গত ৬ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদন জমা নেয়া হয়।

জানা গেছে, সাইফ পাওয়ারটেক লিমিটেড পুঁজিবাজারে ১ কোটি ২০ শেয়ার ছেড়ে ৩৬ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ২০০ শেয়ারে।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে নতুন ব্যাটারি প্রকল্পে ৩৪ কোটি ৬৯ লাখ টাকা এবং আইপিও খাতে ১ কোটি ৩১ কোটি টাকা খরচ করবে। ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৪.২৯ টাকা।
সাইফ পাওয়ারটেক লিমিটেডের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

(ওএস/এটিআর/জুলাই ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test