E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

পোল্ট্রি খাতে কর্মরত রয়েছেন প্রায় ৬০ লাখ লোক

২০১৪ জুলাই ১৯ ১৪:১৫:৩৩
পোল্ট্রি খাতে কর্মরত রয়েছেন প্রায় ৬০ লাখ লোক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে কর্মসংস্থানের দিক থেকে পোশাক শিল্পকে বৃহত্তম খাত বিবেচনা করা হয়। এতে কর্মরত রয়েছেন প্রায় ৪০ লাখ নারী-পুরুষ শ্রমিক।

অন্যদিকে পোল্ট্রি খাতে কর্মরত রয়েছেন প্রায় ৬০ লাখ লোক। এ খাতে প্রতিনিয়ত কর্মসংস্থান বাড়ছে। বর্তমানে এ খাতে বিনিয়োগ রয়েছে প্রায় ২৫ হাজার কোটি।

পোল্ট্রি ও প্রাণিসম্পদ থেকে পোল্ট্রি খাতকে আলাদা না করা, পোল্ট্রি বোর্ড না থাকা, সুনির্দিষ্ট নীতিমালার অভাব, অতিরিক্ত ব্যাংক সুদ, সরকারের বিশেষ নজর না থাকাসহ বেশ কিছু সমস্যার কারণে এ খাত এগিয়ে যেতে পারছে না।বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ কো-অডিনেশন কমিটি (বিপিআইসিসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিপিআইসিসি সূত্রে জানা গেছে, বর্তমানে প্রায় ১ লাখ ৩০ হাজার পোল্ট্রি খামার রয়েছে। পোল্ট্রি শিল্পের বেশিরভাগই গ্রামভিত্তিক। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রায় ১ কোটি লোক জড়িত। এর মধ্যে প্রায় দেড় লাখ প্রাণী চিকিৎসক, পোল্ট্রি বিশেষজ্ঞ, নিউট্রিশনিস্ট, ডিলার সরাসরি জড়িত। গার্মেন্টস খাতের মতো পোল্ট্রি খাতেও কর্মরতদের অধিকাংশ নারী।

(ওএস/এটিআর/জুলাই ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test