E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

উচ্চ-মধ্যবিত্তে সাড়া ফেলেছে প্রাণ-ঝটপট

২০১৯ জানুয়ারি ১৪ ১৫:৫৭:১৮
উচ্চ-মধ্যবিত্তে সাড়া ফেলেছে প্রাণ-ঝটপট

স্টাফ রিপোর্টার : পরোটা, শিঙাড়া, সমুচা, পুরি, ফ্রেঞ্চ ফ্রাই, রোল, চিকেন নাগেটসহ নিত্যকার খাবারের জন্য সবাইকে ছুটতে হতো রেস্টুরেন্ট বা হোটেলে। এখন সেই ধারনায় পরিবর্তন আসতে শুরু করেছে। এসব নিত্যকার খাবার এখন পাওয়া যাচ্ছে প্যাকেটজাত অবস্থায়।

প্রাণ-আরএফএল গ্রুপ এসব খাবার প্যাকেটজাত করে বাজারে এনেছে। এই গ্রুপের বিভিন্ন শোরুম ও স্থানীয় দোকান ছাড়াও ৯ জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাজার মূল্যের চেয়ে ছাড়ে এসব খাবার পাওয়া যাচ্ছে। মেলার প্রাণ কমন, পিএফএল ও ঝটপট প্যাভিলিয়নে শুধু এসব খাবার পাওয়া যাচ্ছে। খাবার ভেদে ছাড় দেয়া হচ্ছে সর্বোচ্চা ১২০ থেকে সর্বনিম্ন ১০ টাকা পর্যন্ত।

এ বিষয়ে ঝটপট প্যাভিলিয়নের ইনচার্জ আব্দুস সামাদ বলেন, ‘মেলায় এসব ফ্রোজেন প্যাকেট বেশ সাড়া ফেলেছে। তবে এসব ফ্রোজেন প্যাকেটজাত খাবার বেশি কিনছেন মধ্যবিত্ত ও উচ্চবিত্তের মানুষজন। যদিও সব শ্রেণির মানুষের জন্যই এসব খাবার তৈরি করা হয়েছে, দাম নির্ধারণ করা হয়েছে সেভাবেই। মেলা উপলক্ষে সব খাবারেই ছাড়ও দেয়া হচ্ছে।’

আড্ডা, গল্প ও ফান প্যাকেজে এসব খাবার বিক্রি করা হচ্ছে। ফান প্যাকেজ বাজার মূল্যের চেয়ে ১২০ টাকা কমে ৫৭০ টাকায়, গল্প প্যাকেজ ১০০ টাকা কমে ৪০০ টাকায় এবং আড্ডা প্যাকেজ ৬০ কমে ২৬০ টাকায় পাওয়া যাচ্ছে ঝটপট প্যাভিলিয়নে।

প্যাকেজ ছাড়াও ১৩০০ গ্রামের ২০ পিস দেশি পরোটা ৪০ টাকা কমে ২১০ টাকায়, ৬৫০ গ্রামের ১০ পিস দেশি পরোটা ২০ টাকা কমে ১১০ টাকা, ২৫০ গ্রামের ২৫ পিস চিকেন মিনি সমুচা ২০ টাকা কমে ১৪০ টাকায়, ২০০ গ্রাম ওজনের ২৫ পিস চিকেন মিনি স্প্রিং রোল ১৫ টাকা কমে ১২৫ টাকায়, ৪০০ গ্রাম ওজনের ভেজিটেবল স্প্রিং রোল ১০ টাকা কমে ৯০ টাকায়, ২৫০ গ্রাম ওজনের ১০ পিস চিকেন সসেজ ৩০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

৩০০ গ্রামের ২০ পিস চিকেন নাগেট ৩০ টাকা কমে ১৫০ টাকায়, ৩০০ গ্রামের ১০ পিস চিকেন অনথন ২০ টাকা কমে ১৪০ টাকায়, ২০০ গ্রামের ৪ পিস চিকেন বার্গার প্যাটি ১৫ টাকা কমে ১৩০ টাকায়, ২৫০ গ্রামের চিকেন স্ট্রিপস ৩০ টাকা কমে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

৫০০ গ্রামের ফ্রেঞ্চ ফ্রাই ৩০ টাকা কমে ১৬০ টাকায়, ২৫০ গ্রামের হোয়াইট মিট বল ২০ টাকা কমে ১৬০ টাকায়, ২৪০ গ্রামের স্পাইসি নাগেট ৪০ টাকা কমে ১৮০ টাকায়, ৪০০ গ্রামের ১০ পিস ভেজিটেবল শিঙাড়া ১৫ টাকা কমে ৮৫ টাকায়, ৪০০ গ্রামের ১০ পিস ভেজিটেবল সমুচা ২০ টাকা কমে ১০০ টাকায় এবং ৪৫৪ গ্রামের ১০ পিস ডাল পুরি ১৫ টাকা কমে ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে।

(ওএস/এসপি/জানুয়ারি ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test