E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শীতে কমফির নতুন ৭ ডিজাইনের কমফোর্টার

২০২০ ডিসেম্বর ১৩ ১৭:১২:১৬
শীতে কমফির নতুন ৭ ডিজাইনের কমফোর্টার

স্টাফ রিপোর্টার : এবার শীতে ক্রেতাদের জন্য নতুন সাতটি ডিজাইনের আরামদায়ক কমফোর্টার বাজারে এনেছে আরএফএল এর ‘কমফি’ ব্রান্ড। উন্নত কাঁচামাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন কমফি কমফোর্টার দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে। রোববার (১৩ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে কমফির প্রধান পরিচালন কর্মকর্তা কাজী রাশেদুল ইসলাম বলেন, ‘বর্তমানে দুটি- সিঙ্গেল ও ডাবল সাইজের আটটি ডিজাইনের কমফি কমফোর্টার বাজারে রয়েছে। এ বছর শীতে আমরা ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে সাতটি নতুন দৃষ্টিনন্দন ডিজাইন বাজারে এনেছি। বর্তমানে মানুষ ফ্যাশন সচেতন। তারা পণ্যের গুণগত মানের পাশাপাশি ডিজাইনকে গুরুত্ব দিয়ে থাকে। শুধু তাই নয়, এসব কমফোর্টার সহজে বহনযোগ্য, ওজনে হালকা, আরামদায়ক ও সহজে পরিষ্কার করা যায়।’

তিনি আরও বলেন, ‘শীত মৌসুমে কম্বল, লেপের বিকল্প হিসেবে কমফোর্টারের চাহিদা দিন দিন বাড়ছে। গত শীত মৌসুমে আমরা ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছি। এর ফলে এবার ক্রেতারা যাতে সহজে আমাদের পণ্যটি পেতে পারে, সেজন্য পরিবেশক ও খুচরা বিক্রেতার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া চলমান করোনা মহামারি বিবেচনা করে ফোনের মাধ্যমেও (০৮০০৭৭৭৭৭৭৭) ক্রেতারা আমাদের পণ্য অর্ডার করতে পারবেন।’

কমফির হেড অব মার্কেটিং ফাহিম হোসেন বলেন, ‘বর্তমানে রিগ্যাল এম্পোরিয়াম, বেস্ট বাই, স্বপ্ন, আগোরা, সিএসডিসহ অনুমোদিত ডিলার ও রিটেইলারদের মাধ্যমে সারাদেশে পাওয়া যাচ্ছে কমফি কমফোর্টার। এছাড়া ক্রেতারা চাইলে ‘অথবা ডটকম’ ও ‘দারাজ ডটকম’-এর মাধ্যমে পণ্য অর্ডার করতে পারবেন। অথবা ডটকমের মাধ্যমে পণ্য অর্ডার করলে মিলবে ১০ শতাংশ মূল্যছাড়। কমফি কমফোর্টারের সর্বনিম্ন মূল্য ১ হাজার ৭৯৫ টাকা এবং সর্বোচ্চ দাম ৩ হাজার ৫৯০ টাকা।

ভোক্তাদের যাবতীয় বেডিং আইটেম সরবরাহের উদ্দেশ্যে ২০১৬ সালে যাত্রা শুরু করে ‘কমফি’। বর্তমানে কমফি ব্রান্ডের অধীনে বালিশ, ম্যাট্টেস, তোশকসহ ৩৫ ধরনের পণ্য রয়েছে। এবারও শীত মৌসুমে নানা ধরনের পণ্য এনেছে ব্রান্ডটি। কমফির ফেসবুক পেজে (ComfyOfficial) বিস্তারিত জানতে পারবেন ক্রেতারা।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৩, ২০২০)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test