E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক

২০২২ মে ২৫ ০০:৫৬:৩২
স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি মুদ্রায় চার হাজার টাকা করে বাড়িয়ে স্মারক বক্সসহ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) থেকে নতুন দর কার্যকর হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগে এ স্বর্ণমুদ্রার দাম ৬৬ হাজার টাকা ছিল। গত ৮ মার্চ দুই হাজার টাকা বাড়িয়ে ৬৮ হাজার টাকা নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের দাম বাড়ায় সামঞ্জস্য করতে পুনর্নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে তিন ধরনের স্মারক স্বর্ণমুদ্রা রয়েছে। এসব মুদ্রার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১। প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রা ২২ ক্যারেট মানের ১০ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে প্রস্তুত করা হয়েছে।

(ওএস/এএস/মে ২৫, ২০২২)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test