E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এফবিসিসিআই

সিএমএসএমই খাতের উন্নয়নে সহজ অর্থায়ন জরুরি

২০২৩ জানুয়ারি ২৪ ১৬:৩২:৫০
সিএমএসএমই খাতের উন্নয়নে সহজ অর্থায়ন জরুরি

স্টাফ রিপোর্টার : কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উন্নয়নে সহজ অর্থায়ন ব্যবস্থা জরুরি বলে মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত স্ট্যান্ডিং কমিটি অন সিএমএসএমই’স অ্যান্ড রুরাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের প্রথম সভায় এ কথা জানান এফবিসিসিআই সহ-সভাপতি মো. আমিন হেলালী।

মো. আমিন হেলালী বলেন, সিএমএসএমই খাত বান্ধব ব্যাংকিং ব্যবস্থা চালু করা গেলে প্রান্তিক উদ্যোক্তারা খুব সহজেই সেখান থেকে ঋণ নিতে পারবেন। এ ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি প্রণোদনার অর্থও দেওয়া যেতে পারে। সিএমএসএমই উদ্যোক্তারা যেসব পণ্য তৈরি করে বেশকিছু বৃহৎ শিল্প প্রতিষ্ঠানও এখন সেসব পণ্য উৎপাদন করছে। এতে করে প্রতিযোগিতায় টিকতে পারছেন না প্রান্তিক উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে, বৃহৎ শিল্প গোষ্ঠী কি ধরনের পণ্য উৎপাদন করতে পারবে, আর কোন কোন পণ্য উৎপাদন করতে পারবে না সে বিষয়ে নীতিমালা হওয়া জরুরি বলে জানান মো. আমিন হেলালী।

সভায় এফবিসিসিআইয়ের আরেক সহ-সভাপতি মো. হাবীব উল্লাহ ডন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ভোক্তাদের রুচির পরিবর্তন ঘটছে। এর সঙ্গে মিল রেখে সিএমএসএমই উদ্যোক্তাদেরও পণ্যে বৈচিত্র আনতে হবে। এ জন্য গবেষণা ও উন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ব্যাংক ঋণ পেতে প্রান্তিক উদ্যোক্তাদের নূন্যতম ডকুমেন্ট ম্যানেজমেন্টের দক্ষতা অর্জনের পরামর্শ দেন মো. হাবীব উল্লাহ ডন।

কমিটির ডিরেক্টর ইনচার্জ খান আহমেদ শুভ বলেন, সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য অন্যতম একটি চ্যালেঞ্জ হলো উৎপাদিত পণ্য বাজারজাতকরণ। এ বিষয়ে এফবিসিসিআইসহ সরকারের সহযোগিতা দরকার।

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভূত সংকট কাটিয়ে উঠতে এফবিসিসিআই উদ্যোগগুলোর জন্য আরও সরকারি অর্থ সহায়তা দরকার বলে জানান কমিটির চেয়ারম্যান মির্জা নুরুল গনি শোভন। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মতো অন্যান্য ব্যাংকেও এসএমই খাতের জন্য সেবা চালু করা দরকার। সিএমএসএমই খাতের জন্য অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিত এবং সহজলভ্য করার দাবি তোলেন কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক হাফেজ হারুন, আবু হোসেন ভূঁইয়া (রানু), সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন, এসএমই ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা ও ক্লাস্টার উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক ফারজানা খান, কমিটির কো-চেয়ারম্যান আশরাফুর রহমান, কে এম জহির ফারুক, খলিলুজ জামানসহ অন্যান্য সদস্যরা।

(ওএস/এসপি/জানুয়ারি ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test