E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তিনদিন পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, বেড়েছে লেনদেন

২০২৩ মে ১৬ ১৭:২৩:২৩
তিনদিন পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, বেড়েছে লেনদেন

স্টাফ রিপোর্টার : টানা তিন কার্যদিবস দরপতনের পর সপ্তাহর তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচক বাড়ার পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে অধিক সংখ্যক প্রতিষ্ঠান। একই সঙ্গে বেড়েছে লেনদেনের গতি।

মঙ্গলবার (১৬ মে) শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক এক পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। পাশাপাশি লেনদেনের শেষদিকে দাম বাড়ার প্রবণতা বাড়ে। ফলে সূচকের মোটামুটি বড় উত্থান দিয়ে দিনের লেনদেন শেষ হয়। একই সঙ্গে বড় হয় দাম বাড়ার তালিকা।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৬টির এবং ১৮৫টির দাম অপরিবর্তিত রয়েছে। আগের দিনের মতো আজও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বিমা খাত। ডিএসইতে দাম বাড়ার তালিকায় শীর্ষ চার স্থানই বিমা কোম্পানি দখল করেছে। এই চার কোম্পানির শেয়ারের দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বেড়েছে।

এর মধ্যে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। দিনের সর্বোচ্চ দামে এই চার কোম্পানির বিপুল পরিমাণ শেয়ার ক্রয়ের আদেশ আসলেও বিক্রির আদেশের ঘর শূন্য হয়ে পড়ে। ফলে দিনের প্রায় পুরো সময় দিনের সর্বোচ্চ দামে কোম্পানি চারটির শেয়ার লেনদেন হয়।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৩ পয়েন্টে অবস্থান করছে।

সবকয়টি সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৭৪৪ কোটি ২৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৫৩ কোটি ৯৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৯০ কোটি ৩০ লাখ টাকা।

টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার। কোম্পানিটির ৪৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪৬ লাখ টাকার। ৩১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সি পার্ল বিচ রিসোর্ট, প্যারামউন্ট টেক্সটাইল, লাফার্জ হোলসিম বাংলাদেশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল এবং পেপার প্রসেসিং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪১টির এবং ৮৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮ কোটি টাকা।

(ওএস/এসপি/মে ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test