E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আবারো ভারতীয় কাঁচা মরিচ হিলি বন্দর দিয়ে দেশে আমদানি শুরু

২০২৪ মে ২৩ ১৯:৪১:৪৬
আবারো ভারতীয় কাঁচা মরিচ হিলি বন্দর দিয়ে দেশে আমদানি শুরু

শাহ্ আলম শাহী, দিনাজপুর : আবারো দেশে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় দীর্ঘ ৬ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে,ভারত থেকে কাঁচা মরিচ আমদানি কার্যক্রম।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে ভারতীয় কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। 'আশা বাণিজ্যলায়' নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান এ কাঁচামরিচ আমদানি করেছে বলে বলে বন্দর সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, লাগাতার তীব্র তাপদাহে দেশে মরিচের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার হঠাৎ বেড়ে যায় কাঁচা মরিচের দাম। বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দেশের বাজারে কাঁচা মরিচের দাম স্বাভাবিক এই মরিচ আমদানির অনুমোতি দেয় রাজধানীর খামার বাড়ি কর্তৃপক্ষ। অনুমতি পেয়ে দীর্ঘ ৬ মাস পর আজ বৃহস্পতিবার (২৩ মে) থেকে ভারত থেকে আমদানি শুরু হয়েছে কাঁচা মরিচ।

প্রথমদিনে ৯ মেট্রিকটন ৮' শ ৪০ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে।

হিলি স্থল বন্দরের পানামা পোর্ট এর গণ সংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক কাঁচা মরিচ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতাব মল্লিক বলেন, 'একটি ট্রাকে ভারতীয় কিছু কাঁচা মরিচ এসেছে। পচনশীল পণ্য হওয়ায় সমস্ত প্রক্রিয়া শেষ করে আমদানি কারকদের চাহিদা মাফিক আমরা তা দ্রুত খলাসের ব্যবস্থা করছি।'

প্রতি মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে ২০০ মার্কিন ডলারে। সেই সাথে প্রতিকেজিতে শুল্ক দিতে হচ্ছে প্রায় ৩৫ টাকা এমনটাই জানিয়েছেন,আমদানি কারক শাহীনুর রেজা শাহীন।

হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও আমদানি কারক শাহিনুর রেজা শাহীন বলেন, 'দেশে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারের অনুমোতিক্রমে আমরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছি। যাতে মধ্যস্থ ভোগিরা সুবিধা না নিতে পারে বাজার স্বাভাবিক পর্যায়ে আসে এজন্য আমরা নিজেরাই বাজারজাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।'

(এসএএস/এএস/মে ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test