E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আরেক দফা কমলো স্বর্ণের দাম

২০১৫ আগস্ট ০৫ ১৮:৩৬:৪১
আরেক দফা কমলো স্বর্ণের দাম

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও বিভিন্ন ধরনের স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দর কার্যকর হবে। বুধবার বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৪১ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেট ৩৯ হাজার ৬৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৩ হাজার ৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দর ২১ হাজার ৮৭০ টাকা ভরি।

বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪২ হাজার ৯৮১ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৮৮২ টাকা এবং ১৮ ক্যারেট ৩৪ হাজার ২৩৪ টাকায় বিক্রি হয়। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ছিল ২২ হাজার ৮৬১ টাকা।

নতুন দর কার্যকর হওয়ায় প্রতি ভরি ২২ ক্যারেটের দাম কমেছে এক হাজার ২২৪ টাকা। এছাড়া ২১ ও ১৮ ক্যারেটের দাম কমেছে এক হাজার ২২৫ টাকা।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণ পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়।

স্বর্ণের দাম বৃদ্ধি-হ্রাসের সিদ্ধান্তটি বরাবরের মতো করে আসছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

(ওএস/এএস/আগস্ট ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test