E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আবারো বাড়লো স্বর্ণের দাম

২০১৭ ফেব্রুয়ারি ০৮ ১৭:৩৭:০৮
আবারো বাড়লো স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : নতুন বছরে প্রায় একমাসের ব্যবধানে দ্বিতীয় দফায় স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে ৯৯২ টাকা। বৃহস্পতিবার থেকে নতুন মূল্যে ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৪৭ হাজার ৬৫ টাকা টাকায় বিক্রি হবে।

বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে দাম নির্ধারণ করা হয় বলে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। এর আগে, স্বর্ণের দাম বাড়ে চলতি বছরের ১৪ জানুয়ারি।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ৬৫ টাকা। বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণ প্রতি ভরি ৪৬ হাজার ৭৩ টাকা বিক্রি হবে। প্রতি ভরিতে দাম বাড়লো ৯৯২ টাকা।

একইভাবে ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৪৪ হাজার ৩২ টাকা থেকে ৯৩৩ টাকা বেড়ে বিক্রি হবে ৪৪ হাজার ৯৬৫ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ ৯৯২ টাকা বেড়ে প্রতি ভরি নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৪৮৩ টাকা। বুধবার পর্যন্ত এ মানের সোনার দ‍াম রয়েছে ৩৮ হাজার ৪৯১ টাকা।

আর সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ৫৮৩ টাকা বেড়ে হয়েছে ২৫ হাজার ৬৬১ টাকা। বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ২৫ হাজার ৭৮ টাকা।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম বর্তমানে এক হাজার ১০৮ টাকা।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test