E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বনানীতে হান্ডি ইন্ডিয়ান বিস্টু রেস্টুরেন্টের উদ্বোধন

২০১৭ মে ১৩ ১৪:১৬:০১
বনানীতে হান্ডি ইন্ডিয়ান বিস্টু রেস্টুরেন্টের উদ্বোধন

শোভন সাহা : ২০১৩ সালের শেষে হান্ডি ইন্ডিয়ান বিস্টু এই রেস্টুরেন্টের যাত্রা শুরু। ৩ তলা ও ৪ তলা মিলিয়ে ৭০০০ স্কয়ারফিটের এই রেস্টুরেন্টটি রাজধানী ঢাকার বনানীর ১০ নং রোড়ে অবস্থিত।

রেস্টুরেন্টটিকে আরো নতুনভাবে উপস্থাপন করার জন্য খাবারের গুনগত মান আরো ভালো করার লক্ষে প্রতিটা সময় সততার সাথে এগিয়ে যাচ্ছে হান্ডি ইন্ডিয়ান বিস্টু। তাছাড়া সময়ের সাথে সাথে এই রেস্টুরেন্টটিতে খাবারে এসেছে বিরাট আয়োজন। সী ফুড, দেশী বিদেশী সহ অনেক খাবার। আর প্রতিটি খাবারের গুনগত মান খুবই ভাল ও মানসম্মত।

১২ মে হান্ডি ইন্ডিয়ান বিস্টু এই রেস্টুরেন্টে বসেছিল তারার মেলা, সাথে ছিল তুলনা আল হারুনের নেতৃত্বে এক জমকালো র‌্যাম্প মডেলিং শো। তাছাড়া আরো ছিলেন আসিফ আলী, আরজে নীরব, নুসরাত মীম, গায়িকা মেহেরিন, সুজানা, ইমরান খান।

এই রেস্টুরেন্টে কর্তৃপক্ষ জানান, বনানীর আশেপাশে অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, তাই আমরা চিন্তা করছি ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ কোন অফার রাখতে। যাতে তারা বাজে কোন সংগে না জড়িয়ে সুস্থ পরিবেশে একটু অবসর সময় কাটাতে পারে।

এবার আসা যাক এই রেস্টুরেন্টের আধুনিকতায়, ইরানী মারবেল ও বিভিন্ন পুরাতন দিনের কিছু আসবাবপত্র দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। বাংলাদেশের সবচেয়ে বড় পিতলের আফতাবা। খাবার পরিবেশন করা হয় কাসা, পিতলের ট্রেতে। ভোক্তাদের জন্য রাখা হয়েছে ফ্রি ওয়াই-ফাই ও শীততাপ নিয়ন্ত্রিত এই খাবারের রেস্টুরেন্টটি।

তাছাড় আছে বাচ্চাদের জন্য ছোট একটি জায়গা যেখানে তারাও একটু আনন্দে ভরে যেতে পারে। সবথেকে দৃষ্টিনন্দন শ্বেত পাথরের পালঙ্ক। এই রেস্টুরেন্টে আসলেই ক্রেতারা মনে করবেন কোন রাজভবনের ভিতরে প্রবেশ করেছেন। আজই আসুন একবার ঘুরে পছন্দের মানুষকে নিয়ে আর উপভোগ করুন কিছু দারুন সময়।

(এসএস/এসপি/মে ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test