E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বিসিকের পাঁচ দিনব্যাপী মধুমেলা

২০১৭ মে ১৪ ১২:০১:৫৩
বিসিকের পাঁচ দিনব্যাপী মধুমেলা

নিউজ ডেস্ক : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌ চাষ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শুরু হয়েছে মধুমেলা। মতিঝিলে বিসিক ভবন চত্বরে পাঁচ দিনব্যাপী এ মধুমেলা আজ রোববার থেকে শুরু হয়ে চলবে আগামী ১৮ মে (বৃহস্পতিবার) পর্যন্ত।

বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় বিসিক ভবনের সম্মেলনকক্ষে বিসিক মেলার উদ্বোধন করবেন বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার।

এ ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে।

(ওএস/এসপি/মে ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test