ভুয়া মুক্তিযোদ্ধা উচ্ছেদে চাই বিশেষ শুদ্ধি অভিযান

আবীর আহাদ
বাংলাদেশের আবহমানকালের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান নেতৃত্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এক অনন্য চেতনায় ভাস্বর। এই মুক্তিযুদ্ধের মাধ্যমেই পৃথিবীর ইতিহাসে একটি স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র বাংলাদেশের গৌরবোজ্জ্বল অভ্যুদয় ঘটেছে। আর বাংলাদেশের নির্মাতা হিশেবে বীর মুক্তিযোদ্ধারাই হলেন জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান। তাদের সীমাহীন শৌর্য ত্যাগ ও বীরত্বই বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠতম সম্পদ। সেই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখার মধ্য দিয়েই কেবল বাঙালি জাতির পিতার মর্যাদা ও বাংলাদেশের স্বাধীনতা মহিমান্বিত হতে পারে।
ইতিহাসের সেই জাতীয় মর্যাদা ও অহংবোধ কেবল বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত। বীর মুক্তিযোদ্ধাদের সেই মর্যাদা ও অহংবোধকে ম্লানসহ সেই পবিত্র নামে ভাগ বসিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানহানি করার হীনলক্ষ্যে একশ্রেণীর চেতনাহীন তথাকথিত মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ ও দুর্নীতিপরায়ণ রাজনৈতিক নেতারা সরকারের দুর্বল ও গোঁজামিলের সংজ্ঞার সুযোগ নিয়ে স্বাধীনতাবিরোধী রাজাকার ও মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন একটি চক্রের নিকট থেকে অর্থ, আত্মীয়তা ও রাজনৈতিক বিবেচনায় বলিয়ান হয়ে তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে যে অপকর্ম করেছে, সেই অপকর্মটি হলো ইতিহাসের সবচাইতে বড়ো দুর্নীতি।
এই অপকর্মের মধ্য দিয়ে যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হয়েছে তারাই ভুয়া মুক্তিযোদ্ধা। যারা তাদেরকে সৃষ্টি করেছেন তারা হলেন ভুয়ার কারিগর। আর বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদ না থাকার ফলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) একই পথ অনুসরণ করে তথাকথিত বিশেষ ক্ষমতা বলে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে চলেছে! এ অবস্থায়, বলা চলে, সরকারই এখন ভুয়া সৃষ্টির কারিগর হিশেবে আবির্ভূত হয়েছে!
মুক্তিযুদ্ধের সঙ্গে মোটামুটি তিনটি গুরুত্বপূর্ণ শ্রেণী সম্পৃক্ত। তারা হলেন, মুক্তিযুদ্ধের রাজনৈতিক সংগঠক, রণাঙ্গনের সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা। এভাবে মুক্তিযুদ্ধের শ্রেণীবিন্যাস করা হলে সব শ্রেণীর মানুষের অবদান যথাযথ স্বীকৃত হয়। অথচ সরকার সবশ্রেণীকে একটিমাত্র অভিধায় সম্পৃক্ত করতে গিয়ে যার যার অবদানকে অবমূল্যায়ন করে সবকিছুকে হযবরল করে ফেলেছে। বিশেষ করে যারা জীবনমরণকে জলাঞ্জলি দিয়ে রক্তের সাগরে অবগাহন করে, নিজেরা মরে, আহত হয়ে, শত্রুর সাথে পাঞ্জা লড়ে স্বাধীনতাকে ছিনিয়ে এনেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধের মাঠ থেকে নিরাপদ দূরত্বের অবস্থানে থেকে ভূমিকা পালনকারী রাজনৈতিক নেতা-কর্মী, একটি গানের দোহাড়, একজন বাঁশিওয়ালা, একজন সাংবাদিক, একজন চিকিত্সক, একজন কূটনীতিকসহ অসশস্ত্র লোকজনকে এক কাতারে সামিল করে বীর মুক্তিযোদ্ধা ও তাদের অবদানকে বলা চলে অসম্মান করা হচ্ছে। মুক্তিযুদ্ধে যার যার অবস্থান ও অবদানকে সঠিকভাবে মূল্যায়ন না করে সবাইকে 'বীর মুক্তিযোদ্ধা' বলে স্বীকৃতি দেয়ার অর্থ ইতিহাস বিকৃতি। সুতরাং মুক্তিযুদ্ধের অঙ্গনের কর্মধারাকে বিকৃত করে মুক্তিযুদ্ধের চেতনাকে মহিমান্বিত করা যাবে না। প্রত্যেক শ্রেণীর অবদান যার যার দিগন্তে ঐতিহাসিক বিধায়, যার যার অবদানকে তার কর্মপদ্ধতি দিয়ে বিচার বিবেচনা করাই যুক্তিযুক্ত এবং প্রাসঙ্গিক। আজ যারা উপরোক্ত সবাইকে এক কাতারে এনে দাঁড় করিয়েছেন, আসলে মুক্তিযুদ্ধের সাথে তাদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। ন্যূনতম সম্পর্ক থাকলেও এরকম গুলিয়ে ফেলতেন না!
মুক্তিযোদ্ধা তালিকায় অমুক্তিযোদ্ধা, এমনকি হাজার হাজার রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে দিব্যি বছরের পর বছর ধরে মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য সুবিধাদি ভোগ করে চলেছে। বিশেষ করে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় রাজাকার-আলবদরসহ তাদের দলীয় লোকজন মিলিয়ে প্রায় ৪০ হাজারকে মুক্তিযোদ্ধা তালিকায় স্থান দেয়া হয়েছে, একথা বর্তমান প্রধানমন্ত্রীসহ অনেক মন্ত্রী বিরোধী দলে থাকার সময় অভিযোগ করে বলেছিলেন যে, তারা ক্ষমতায় এলে এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের উচ্ছেদ করবেন। কিন্তু তারাই আজ একনাগাড়ে দীর্ঘ ১৪ বছর ক্ষমতায় আছেন, ভুয়া উচ্ছেদ দূরের কথা, তাদের আমলেও হাজার হাজার অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হয়েছে।
স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জোট মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে হেলাফেলা করেছে তাদের দলীয় ও আদর্শের দৃষ্টিকোণ থেকে, কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকার কী করে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা সংজ্ঞা পাশ কাটিয়ে গোঁজামিল সংজ্ঞায় অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে দেয়ার কার্যক্রমে লিপ্ত হলো, তা ভাবতেই পারা যায় না। বিএনপি-জামায়াতের অনুসরণে তারা এ অপকর্মটি করে নিজেদের আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাতে সন্দেহ নেই! বিশেষ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মতো একটি আবেগপ্রবণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিশেবে সরকার কোন খেয়ালে আ ক ম মোজাম্মেল হকের মতো, যিনি বঙ্গবন্ধুর সংজ্ঞা মোতাবেক মুক্তিযোদ্ধা নন! তাঁর মতো একজন অতি নিরীহ ও অকর্মণ্য ব্যক্তিকে কেনো পর পর দু'টার্ম এ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে তা আমাদের একেবারেই বোধগম্য নয়। তিনি আজ এতোটি বছরেও মুক্তিযোদ্ধাদের একটি পরিচ্ছন্ন তালিকা তো করতেই পারলেন না, উপরন্তু তিনি অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে চলার কার্যক্রমে নেতৃত্ব দিয়ে চলেছেন। তাঁর সাথে জুটেছেন আরেক দানব, মুক্তিযুদ্ধের রণাঙ্গনহীন একজন নামধারী মুক্তিযোদ্ধা, যিনি তার দানবীয় হাত দিয়ে সম্পদশালী বহু অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানিয়ে চলেছেন! শুধু তাই নয়, এ মন্ত্রণালয়ের মন্ত্রী রাজাকার তালিকায় কিছু মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করে গোটা জাতির কাছে তিনি নিজেই নিজেকে বেআক্কেল বলে অভিহিত করেছেন! তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, ফ্রি চিকিৎসা, ফ্রি যাতায়াত, বীর নিবাস, গৃহলোন, মুক্তিযোদ্ধা কবর ইত্যাদি বিষয়ে অতিকথন দিয়ে অকারণেই মুক্তিযোদ্ধাদেরকে জনসমক্ষে হেয়প্রতিপন্ন করেছেন। তারপরেও তিনি মন্ত্রিত্বের আসন অলঙ্কৃত করে আছেন! কী বিচিত্র মানসিকতা !
আমরা বারবার বলেছি এবং এটিই সত্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের মুক্তিযোদ্ধা সংজ্ঞার আলোকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র মুক্তিযোদ্ধাদের সংখ্যা দেড় লক্ষের নিচে। কিন্তু বর্তমানে সেই সংখ্যা সরকারিভাবে দাঁড়িয়েছে দু'লক্ষের অনেক ওপরে। এই অমুক্তিযোদ্ধারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের মতো রাষ্ট্রীয় ভাতা ও অন্যান্য সুবিধাদি ভোগ করে আসছেন। এ জন্য আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছি যে, মুক্তিযোদ্ধাদের জাতীয় মর্যাদার স্বার্থে একটি শুদ্ধি অভিযানের মাধ্যমে স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রণয়ন করা দরকার। এটি করা মোটেই কোনো দূরহ কাজ নয়।
সেই শুদ্ধি অভিযানের প্রকৃতি হতে হবে এমন যে, বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা সংজ্ঞার আলোকে উচ্চতর বিচার বিভাগ ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কমিশন গঠন করে এ কাজটি মাত্র ছ'মাসের মধ্যেই সম্পন্ন করা সম্ভব। জাতির জীবন থেকে এরই মধ্যে মুক্তিযোদ্ধা তালিকা প্রস্তুতের নামে প্রায় পঞ্চাশ বছর অতিবাহিত হলেও কাজের কাজ তেমন কিছুই হয়নি। সুতরাং নতুন এ প্রক্রিয়ায় আর মাত্র ছ'টি মাস অতিবাহিত হলে নিশ্চয়ই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। জাতির গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা তালিকায় অর্ধ লক্ষাধিক ভুয়া মুক্তিযোদ্ধা অবস্থান করছে। এ প্রক্রিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত ও মুক্তিযোদ্ধাদের মর্যাদার ওপর কালিমা লেপন করা একটি বিশাল অপরাধ ও মহাদুর্নীতির নামান্তর। এই অমুক্তিযোদ্ধাদেরও দুর্নীতিবাজ-লুটেরা হিশেবে চিহ্নিত করা যেতে পারে। আর এই সব অমুক্তিযোদ্ধাদের কারিগরাদেরও দুর্নীতিবাজ বলে অভিহিত করা যেতে পারে।
বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, কিছু ক্ষেত্রে যে শুদ্ধি অভিযান শুরু করেছেন----সেই শুদ্ধি অভিযানকে কঠোরতার সাথে সমগ্র দেশে পরিচালনা করার পাশাপাশি মুক্তিযোদ্ধা তালিকা থেকে অমুক্তিযোদ্ধা ও ভুয়ার কারিগরদের পাকড়াও করার একটি কর্মসূচি গ্রহণ করার লক্ষ্যে আমরা পুনপৌণিক দাবি করেই যাবো। অনেকে হয়তো আমাদের একই কথা বারবার বলাতে বিরক্তবোধ করেন, কিন্তু আমাদের কথা পরিষ্কার। যতোদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবিদাওয়া অপূর্ণ থাকবে যতোদিন আমরা কথা বলেই যাবো। ইতোমধ্যে বিশেষ করে মুক্তিযোদ্ধা সমাজ ও সচেতন দেশবাসীর পক্ষ থেকে এ দাবির প্রতি প্রবল জনমত সৃষ্টি হয়েছে।
অন্যান্য দুর্নীতিবাজ মাফিয়া লুটেরাদের সাথে মুক্তিযুদ্ধ অঙ্গনের অভিশাপ এই অমুক্তিযোদ্ধা ও তাদের কারিগরদের বিরাট পার্থক্য রয়েছে। সাধারণ দুর্নীতিবাজ লুটেরা ও মাফিয়ারা রাষ্ট্রের অর্থ লুটপাট করছে, কিন্তু অমুক্তিযোদ্ধা ও তাদের কারিগররা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ও দেশের স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ ধ্বংস ও লুট করছে। ওদের থেকে এদের অপরাধ আরো গুরুতর। একটির সঙ্গে দেশের অর্থনীতি জড়িত, অপরটির সঙ্গে জাতির জাতীয় মর্যাদা ও আত্মাভিমান জড়িত। ভুয়া মুক্তিযোদ্ধা সংক্রান্ত বিষয়টিকে বরং রাষ্ট্রদ্রোহের অপরাধ বলে গণ্য করে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। সুতরাং, চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের পাশাপাশি অমুক্তিযোদ্ধা উচ্ছেদ অভিযান শুরু করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বানসহ এ বিষয়ে সোচ্চার হওয়ার জন্যে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
লেখক :চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।
পাঠকের মতামত:
- ভারতে শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৭১ লাখ ৩৩ হাজার ৪ জন
- নিজেকে বাঁচাতে মাকে দিয়ে বাদির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা সন্ধিগ্ধ আসামী রফিকুলের!
- জেলা প্রশাসকের বাসভবনে হামলার ঘটনায় ১০১ জনের বিরুদ্ধে মামলা
- আরবি লেখা শেখার ছলে ঘরে নিয়ে শিশুশিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
- সাত উপাচার্যের অংশগ্রহণে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের 'শিক্ষা সমাপনী
- হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ
- ‘৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই’
- ‘সরকারের ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারে’
- শ্রীনগরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে চলছে স্বাস্থ্য সেবা
- হাসিনাকে দেশে ফেরাতে আ.লীগের নতুন পরিকল্পনা
- ‘গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে’
- ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩৮৬ জন
- ১০২ এসিল্যান্ড প্রত্যাহার
- জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি ঐক্য পরিষদের
- ‘তিন মাসে জাতীয় নির্বাচনের আয়োজন হয়েছে, এক বছরেও না হওয়ার কারণ দেখছিনা’
- পাংশায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শাহীন গ্রেপ্তার
- জামালপুরে দুই টিকিট কালোবাজারি আটক
- গোপালগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সোনাতলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- ফুলপুরে পরিষ্কার পরিছন্নতার বিশেষ অভিযান
- স্বাধীনতা ও জাতিসত্তা রক্ষার লড়াইয়ে চাই জাতীয় ঐক্য
- নিউ ইয়র্কে বন্দুক হামলার সময় কর্মরত ছিলেন না নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল
- সেরা দূরপাল্লার এয়ারলাইনের স্বীকৃতি পেলো এমিরেটস
- ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন
- কমলনগরে জাল ভোট দেয়ার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার আটক
- হিমেল হাওয়ায় কাবু কুড়িগ্রামের মানুষ
- ‘কোন মানুষ অর্থের কাছে চিকিৎসায় হেরে যাবে না, সবাই বাঁচবে’
- ঝিনাইদহে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি
- রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা
- মা
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- পারিবো না
- ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা প্রদান
- অতিরিক্ত ঠান্ডায় ঠাকুরগাঁওয়ে বেড়েছে শিশু রোগীর সংখ্যা
- লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
- রোহিঙ্গাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করছে জান্তা
- লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উদযাপন
- নৌকার পক্ষে সমর্থন জানানেল এডভোকেট আব্দুল মতিন
- লক্ষ্মীপুরে দোকান ঘর বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
- মহুয়া বনে
- রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি: ১৭ নারীসহ ৫২ জন রিমান্ডে
- বিজনেস সামিটের পর্দা নামছে আজ
- সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ